• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভুয়ো সংঘর্ষ: ক্ষমতা লঙ্ঘনের অভিযোগে কোর্ট মার্শালের মুখে বাহিনীর ক্যাপ্টেন

রাজৌরর বাসিন্দা ইমতিয়াজ আহমেদ, আব্রার আহমেদ ও মহম্মদ ইব্রারকে জঙ্গি তকমা লাগিয়ে ১৮ জুলাই, ২০২০ সালে সোপিয়ানে এক ভুয়ো সংঘর্ষে হত্যা করা হয়েছিল।

আফস্পা আইনের ধারায় আরোপিত ক্ষমতা লঙ্ঘনের ঘটনায় অভিযুক্ত সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেনের কোর্ট মার্শাল করা হয়েছে।

রাজৌরর বাসিন্দা ইমতিয়াজ আহমেদ, আব্রার আহমেদ ও মহম্মদ ইব্রারকে জঙ্গি তকমা লাগিয়ে ১৮ জুলাই, ২০২০ সালে সোপিয়ানে এক ভুয়ো সংঘর্ষে হত্যা করা হয়েছিল।

Advertisement

সেনাবাহিনীর তরফে বাহিনীর ক্যাপ্টেনের বিরুদ্ধে তিন স্থানীয় বাসিন্দারে জঙ্গি সন্দেহে গুলি করে হত্যা করার অভিযোগে জেনারেল কোর্ট মার্শাল শুরু করেছে।

Advertisement

দক্ষিণ কাশ্মীরের অস্মিপুরার ওই ঘটনার প্রেক্ষিতে কোর্ট অফ ইনক্যুয়ারিতে দেখা গেছে, আফস্পা আইনের ধারায় সশস্ত্র বাহিনীকে দেওয়া বিশেষ ক্ষমতার অপব্যবহার করে তিন স্থানীয় বাসিন্দারে জঙ্গি সন্দেহে গুলি করে হত্যা করা হয়েছে।

শ্রীনগর পাবলিক রিলেশন অফিসার (প্রতিরক্ষা) এমরোন মুসাভি বিবৃতি দিয়ে জানিয়েছেন, তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে সশস্ত্র বাহিনীর ওই ক্যাপ্টেনের আইনি প্রক্রিয়া চালানোর প্রয়োজন রয়েছে।

Advertisement