• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভুয়ো আধার কার্ড চক্রের হদিশ, ধৃত ১

দিল্লিতে একাধিক ভুয়ো আধার কার্ড উদ্ধারের ঘটনায় ফালাকাটার হাটখোলা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ।

প্রতীকী চিত্র

দিল্লিতে একাধিক ভুয়ো আধার কার্ড উদ্ধারের ঘটনায় ফালাকাটার হাটখোলা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। গ্রেপ্তারের পর তাঁকে ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। ৭ সেপ্টেম্বরের মধ্যে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ধৃতকে তোলার নির্দেশ দিয়েছে আলিপুরদুয়ার আদালত।

ধৃত যুবকের নাম টোটোন বণিক। তিনি ফালাকাটার হাটখোলায় একটি কাস্টমার কেয়ার সেন্টার চালান। এদিন তাঁর আশুতোষপল্লির বাড়ি থেকে টোটোনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। পরে তাঁকে নিয়ে অন্য একটি ঠিকানায় হানা দেওয়া হয়। সেখান থেকে একাধিক আধার কার্ড, জন্ম সার্টিফিকেট এবং ভোটার কার্ড উদ্ধার করে দিল্লি পুলিশ ও এসটিএফ। টোটোনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টেও মামলা দায়ের হয়েছে। সম্প্রতি দিল্লি থেকে কয়েকটি ভুয়ো আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই সূত্র ধরেই ফালাকাটার হাটখোলায় টোটোনের বাড়িতে হানা দেয় পুলিশ।

Advertisement

টোটোনকে ৭ সেপ্টেম্বরের মধ্যে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে তোলার নির্দেশ দিয়েছে আলিপুরদুয়ার আদালত। টোটোনের আইনজীবী শঙ্খশুভ্র সিংহ জানিয়েছেন, মার্চ মাসে দিল্লি পুলিশ একটি এফআইআর দায়ের করেছিল। টোটোনের বিরুদ্ধে নির্দিষ্ট কোনও এফআইআর করা হয়নি। জাল আধার কার্ড সংক্রান্ত মামলা করা হয়েছিল। তদন্তের সূত্রে ফালাকাটায় তল্লাশি চালিয়ে টোটনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর মক্কেলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে পুলিশ। জামিনের জন্য দিল্লির আদালতে আবেদন করা হবে।

Advertisement

Advertisement