• facebook
  • twitter
Monday, 19 January, 2026

উত্তরপ্রদেশের ঝাঁসির প্রথম মহিলা অটোচালক খুনে অভিযুক্ত প্রাক্তন স্বামী

উত্তরপ্রদেশের ঝাঁসির প্রথম মহিলা অটোচালক অনিতা চৌধুরী খুনে নতুন মোড়

উত্তরপ্রদেশের ঝাঁসির প্রথম মহিলা অটোচালক অনিতা চৌধুরী খুনে নতুন মোড়। মূল অভিযুক্ত প্রাক্তন স্বামী মুকেশ ঝা। তাঁকে ‘এনকাউন্টার’ করে ধরেছে পুলিশ। শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন আরও দু’জন। ধৃতেরা হলেন শিবম এবং মনোজ। নওয়াবাদ থানা এলাকায় শকুনওয়া ধুকওয়ান কলোনির কাছে অনিতাকে গুলি করে খুন করা হয়। সেই সময় তিনি অটো নিয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয়েরা অনিতাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

কিছুটা দূরে উল্টে পড়েছিল তাঁর অটো। স্থানীয়েরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে অনিতাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মনোজ, শিবম এবং মুকেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অনিতার স্বামী। তাঁর অভিযোগের ভিত্তিতে তিন জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অনিতার প্রাক্তন স্বামী পালিয়ে বেড়াচ্ছিলেন। শুক্রবার বেতোয়া নদীর উপর নটঘাট সেতুর কাছে মুকেশের গাড়ি দেখতে পায় পুলিশ। তার পরই ওই এলাকায় তল্লাশি শুরু হয়। সেই তল্লাশির সময় মুকেশের হদিশ পান পুলিশকর্মীরা।

Advertisement

পুলিশ এবং মনোজের মধ্যে গুলির লড়াই চলে। মুকেশকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পাল্টা গুলির লড়াইয়ে মুকেশের পায়ে গুলি লাগে। তার পরেই গ্রেপ্তার করা হয় মুকেশকে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে অনিতাকে বিবাহবার্ষিকীর দিনই খুন করতে চেয়েছিল প্রাক্তন স্বামী মুকেশ। মুকেশ এবং অনিতার প্রেম করে বিয়ে করে। ছয়-সাত বছর প্রেমের পর তাঁরা বিয়ে করেন।

Advertisement

কিন্তু সেই বিয়ে টেকেনি। দুইজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। নতুন করে সংসার পাতেন অনিতা। সেই সঙ্গে অটো চালাতেন তিনি। ঝাঁসির প্রথম মহিলা অটোচালক ছিলেন তিনি। তদন্তে উঠে এসেছে, দু‘বছর আগে ৪ জানুয়ারিতে মন্দিরে গিয়ে বিয়ে করেছিলেন অনিতা এবং মুকেশ। বিচ্ছেদের পর সেই ৪ জানুয়ারিকেই অনিতার খুনের জন্য বেছে নিয়েছিলেন মূল অভিযুক্ত মুকেশ ঝা। পরিকল্পনা মতো অনিতার যাতায়াতের পথে অপেক্ষা করতেন মুকেশ। ৪ জানুয়ারি রাতে অনিতাকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ।

Advertisement