• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ রুখে দিল সেনা, গুলির লড়াইয়ে নিহত দুই জঙ্গি

গোপন সূত্রে খবর পেয়ে সতর্ক হয় নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ভোররাতে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে গুলির লড়াইয়ে নিহত হয় দুই জঙ্গি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল জঙ্গি। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে সতর্ক হয় নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ভোররাতে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে গুলির লড়াইয়ে নিহত হয় দুই জঙ্গি।

ঘটনাটি ঘটেছে গুরেজ সেক্টরের নওশেরা নার এলাকায়। সেনার তরফে জানানো হয়েছে, পুলিশের দেওয়া গোপন খবরের ভিত্তিতে ‘অপারেশন নওশেরা নার ৪’ নামে অভিযান শুরু করে যৌথ বাহিনী। অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি চালালে পাল্টা জবাব দেয় জঙ্গিরা। সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়। এলাকায় এখনও চিরুনি তল্লাশি চলছে, কারণ আরও জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সেনা।

Advertisement

সেনার এক মুখপাত্র বলেন, ‘সম্ভাব্য অনুপ্রবেশের খবরে যৌথবাহিনী দ্রুত পদক্ষেপ নেয়। সংঘর্ষে দুই সন্দেহভাজন নিহত হয়। অভিযান এখনও শেষ হয়নি।’ সম্প্রতি জম্মু-কাশ্মীরে জঙ্গি তৎপরতা রুখতে সেনা ও পুলিশের একাধিক অভিযান চলছে। পহেলগাম কাণ্ড এবং ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Advertisement

এর আগে ‘অপারেশন মহাদেব’-এ পহেলগাম হামলার সঙ্গে জড়িত তিন জঙ্গিকে নিকেশ করে সেনা। চলতি মাসের শুরুতেই দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার অখল জঙ্গলে ‘অপারেশন অখল’-এ মৃত্যু হয় ছয় জঙ্গির। সেনার মতে, এসব অভিযান জঙ্গি নেটওয়ার্ক দুর্বল করতে বড়সড় পদক্ষেপ। তার মধ্যেই ফের অনুপ্রবেশের চেষ্টা নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব এবং চ্যালেঞ্জ, উভয়ই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Advertisement