ভোটের আগে রাহুলকে হুশিয়ারি নির্বাচন কমিশনের

Written by SNS March 7, 2024 5:24 pm

প্রধানমন্ত্রী সম্পর্কে মন্তব্যে সতর্ক হোন
দিল্লি, ৭ মার্চ– মুখ ফসকানোয় এর আগে বহুবার বিতর্কের মুখে পড়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি৷ মোদি মন্তব্যে যেতে যেতে বেচেছে সাংসদ পদ৷ কিন্তু তারপরও নানাভাবে তার মন্তব্য বজায় রেখেছেন রাহুল৷ কিছুদিন আগেই বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচে ভারতের হারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে আঙুল তুলেছিলেন রাহুল গান্ধি৷ প্রধানমন্ত্রীকে ‘পনৌতি মোদি’ বলেছিলেন কংগ্রেস নেতা৷ হিন্দিতে পনৌতি অর্থ অপয়া৷ আর সেই মন্তব্যেই রাহুল গান্ধিকে ভবিষ্যতে আর এমন মন্তব্য না করতে পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন৷

উল্লেখ্য, বিশ্ব কাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচে ভারতের পরাজয়ের পর  রাহুল বলেছিলেন, ‘আমাদের ছেলেরা ভালই খেলছিল৷৷ পনৌতি মোদি মাঠে প্রবেশ করার পর ভারত হেরে গেল৷’ রাহুলের ওই মন্তব্য নিয়ে মামলা হয় দিল্লি হাই কোটে৷আদালত কমিশনকে ব্যবস্থা নিতে বলে৷রাহুলকে এই বিষয়ে সতর্ক করে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে কমিশন৷ তবে ভোটের আগেই কেন রাহুলকে এ বিষয়ে চিঠি পাঠাল নির্বাচন কমিশন তাই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা৷

উল্লেখ্য, ইতিমধ্যেই মোদিকে নিয়ে অসংসদীয় মন্তব্য করার দায়ে রাহুলের বিরুদ্ধে ২৬টি মামলা চলছে৷ প্রধানমন্ত্রীকে লাগাতার ব্যক্তিগত আক্রমণ করায় এর আগেও রাহুলকে সতর্ক করেছে কমিশন৷ তবে অতীতের সঙ্গে ফারাক হল, এখনও নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি৷ তার আগেই কমিশন পদক্ষেপ করল৷ কমিশনের বক্তব্য, দিল্লি হাইকোর্ট এক মামলায় কমিশনকে নির্দেশ দেয় রাহুলকে সতর্ক হওয়ার পরামর্শ দিতে৷ রাজনৈতিক মহল মনে করছে, মোদিকে রাহুলের ব্যক্তিগত আক্রমণের অভিযোগ বারে বারে প্রমাণিত৷ ফলে লোকসভার মহারণের আগে মোদির বিরুদ্ধে প্রচারের প্রশ্নে কংগ্রেস নেতা চাপে রইলেন৷ বুধবার প্রাক্তন কংগ্রেস সভাপতিকে তাঁর পনৌতি মন্তব্য নিয়ে সতর্ক করেছে কমিশন৷