শনিবার থেকে প্রবল বৃষ্টি চলছে বেঙ্গালুরুতে। অতিবৃষ্টির জেরে বানভাসি শহরের বিভিন্ন এলাকা। দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুর একটি কমপ্লেক্সে বৃষ্টির জল পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। দু’টি ক্ষেত্রেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিহত দু’জনের নাম মনমোহন কামাথ (৬৩) এবং দীনেশ (১২)। এই নিয়ে বেঙ্গালুরুতে অতিবৃষ্টিজনিত দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩।
পুলিশ সূত্রে খবর, মধুবন অ্যাপার্টমেন্টের বাসিন্দা মনমোহন সোমবার সন্ধ্যা ৬টা বৃষ্টি চলাকালীন সেলারে জমে থাকা জল পরিষ্কার করছিলেন। একটি মোটর এনে ইলেকট্রিক প্লাগে ঢোকান তিনি। পাম্প চালাতেই শর্ট সার্কিট হয়ে তাঁর মৃত্যু হয়। ওই একই কমপ্লেক্সে কর্মরত এক নেপালি কর্মচারীর ছেলে দীনেশেরও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। এর পাশাপাশি সোমবার সকালে কাজে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়েন শশিকলা নামে এক মহিলা। পূর্ব বেঙ্গালুরুতে একটি বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় তাঁর।
Advertisement
শনিবার বিকেল থেকেই বেঙ্গালুরু এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সময় যত গড়িয়েছে, বৃষ্টির পরিমাণও বেড়েছে। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানিয়েছেন, সরকার গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন ব্যবস্থাও নেওয়া হচ্ছে। যদিও বেঙ্গালুরুর এই পরিস্থিতির জন্য কংগ্রেস সরকারকেই দায়ী করছে বিজেপি।
Advertisement
Advertisement



