অর্থ জালিয়াতি মামলার তদন্তে অনিল দেশমুখের বাড়িতে ইডি’র হানা

অর্থ জালিয়াতি মামলার তদন্তে নেমে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

Written by SNS Mumbai | June 26, 2021 8:25 pm

অনিল দেশমুখ (File Photo: IANS)

অর্থ জালিয়াতি মামলার তদন্তে নেমে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের নাগপুর ও মুম্বইয়ের বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইডি’র তরফে জানানাে হয়েছে, ‘অর্থ জালিয়াতি দমন আইনের ধারায় প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হানা দেওয়া হয়।

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে আধিকারিকরা দেশমুখের নাগপুরের বাড়িতে হানা দেয়। উল্লেখ্য, এনসিপি নেতা অনিল দেশমুখের বিরুদ্ধে দুর্নীতির অভিযােগ করে মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লেখার পরেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে দেশমুখ ইস্তফা দিয়েছিলেন।

ইডি ১১ মে, অনিল দেশমুখ সহ অন্যান্যদের বিরুদ্ধে অর্থ জালিয়াতি রােধ আইনের ধারায় ফৌজদারি মামলা দায়ের করেছিল। সিবিআই সরকারি পদের অপব্যবহার ও দুর্নীতির অভিযােগে ২৪ এপ্রিল দেশমুখকে আটক করেছিল।