• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সি-ভিজিল অ্যাপে নাগরিকদের অভিযোগ দাখিলের সুযোগ

নির্বাচন কমিশন নিশ্চিত করল স্বচ্ছ ও সুষ্ঠু ভোট

প্রতীকী চিত্র

বিহার বিধানসভা নির্বাচন ও সাতটি রাজ্যের আটটি উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন মঙ্গলবার ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে নাগরিকদের আরও ক্ষমতায়িত করার ঘোষণা করেছে। কমিশন জানিয়েছে, ভোটার ও রাজনৈতিক দল এখন সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দাখিল করতে পারবেন।

কমিশনের নির্দেশ অনুযায়ী, আচরণবিধি কঠোরভাবে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলোকে তাদের নির্দেশ মানতে হবে। এই ব্যবস্থার অংশ হিসেবে, বিহারে মোট ৮২৪টি বিশেষ টিম মোতায়েন করা হয়েছে, যারা অভিযোগ দাখিলের ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে।

Advertisement

নাগরিকরা অভিযোগ দাখিল করার পর কমিশনের রিপোর্ট অনুযায়ী, বিহারের নির্বাচনী এলাকায় মোট ৬৫০টি অভিযোগ দাখিল হয়েছে। এর মধ্যে ৬৪৯টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে এবং ৬১২টি অভিযোগ, প্রায় ৯৪ শতাংশ, ১০০ মিনিটের মধ্যে সমাধান হয়েছে, যা ব্যবস্থার কার্যকারিতা প্রমাণ করছে।

Advertisement

সরাসরি অভিযোগ জানাতে ২৪ ঘণ্টা একটি কল সেন্টারও চালু করা হয়েছে। এই সেন্টারের মাধ্যমে সাধারণ নাগরিক বা রাজনৈতিক দল জেলা নির্বাচন কর্মকর্তা বা নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ পাঠাতে পারবেন।

নির্বাচন কমিশনের সমন্বিত প্রচেষ্টায় বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অবৈধ নগদ, মদ, মাদক, মূল্যবান ধাতু এবং অন্যান্য নির্বাচনী উপহার আটক করা হয়েছে। এখন পর্যন্ত এই আটকের পরিমাণ ৭১.৩২ কোটি টাকারও বেশি।

কমিশনের এই উদ্যোগ প্রমাণ করছে, কঠোর আইন প্রয়োগ ও আধুনিক ব্যবস্থা ব্যবহার করে ভোটের স্বচ্ছতা এবং সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব হবে।

Advertisement