• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মহারাষ্ট্রের নতুন ডিজি হচ্ছেন সঞ্জয়কুমার ভার্মা

মহারাষ্ট্রের নতুন ডিজি হচ্ছেন সঞ্জয়কুমার ভার্মা। মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি হিসেবে তাঁর নামে সিলমোহর দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

মহারাষ্ট্রের নতুন ডিজি হচ্ছেন সঞ্জয়কুমার ভার্মা। মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি হিসেবে তাঁর নামে সিলমোহর দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ১৯৯০ ব্যাচের আইপিএস আইন এবং প্রযুক্তির ডিজি পদের রয়েছে। ২০২৮ সালের এপ্রিল অবধি চাকরি রয়েছে তাঁর।

বিজেপির হয়ে কাজ করার অভিযোগে সোমবার ১৯৮৮ ব্যাচের আইপিএস রশ্মি শুক্লাকে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরিয়ে দেয় কমিশন। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত মুম্বইয়ের পুলিশ কমিশনার বিবেক ফানসালকরকে ডিজির দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার। এরপর মহারাষ্ট্র সরকার ৩ জন আইপিএস অফিসারের একটি প্যানেল জমা দিয়েছিল নির্বাচন কমিশনের কাছে। ভার্মা ছাড়াও সঞ্জীবকুমার সিঙ্ঘল এবং রীতেশ কুমারের নাম ছিল তালিকায়। এই তিনজনের মধ্যে কমিশন সঞ্জয়কুমার ভার্মার নাম অনুমোদন করেছে।

Advertisement

২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার মাত্র দু’সপ্তাহ আগে রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব নিচ্ছেন সঞ্জয়কুমার ভার্মা। রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলি কমিশনের কাছে রশ্মি শুক্লাকে সরিয়ে দেওয়ার আবেদন জানায়। সেই আবেদন মেনে সোমবারই রশ্মিকে রাজ্য পুলিশের ডিজি-র পদ থেকে সরিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন।

Advertisement

শুক্লার অপসারণ চেয়ে কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে তিনটি চিঠি পাঠায়। তাতে লেখা ছিল, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন বিজেপির হয়ে কাজ করার পাশাপাশি বিরোধীদের নিশানা করছেন রশ্মি শুক্লা।

২০১৫ ও ২০১৯ সালে রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকাকালীন বেআইনিভাবে ফোন ট্যাপ করেছিলেন রশ্মি, এমনটাই অভিযোগ বিরোধীদের। মহায়ুতি সরকার শুক্লাকে চলতি বছরের জানুয়ারিতে রাজ্যের ডিজিপি পদে নিয়োগ করেছিল। এই বছর জুনের অবসর নেওয়ার কথা থাকলেও ২০২৬-এর জানুয়ারি পর্যন্ত তাঁর মেয়াদ বাড়ানো হয়।

Advertisement