বাবরি ধ্বংস করেছি, নির্বাচন কমিশনের নোটিশ সাধ্বীকে

এবার বাবরি মসজিদ ধ্বংস করা নিয়ে মন্তব্যের জন্য আবারও নির্বাচন কমিশনের নােটিশ গেল বিতর্কিত এই বিজেপি প্রার্থীর কাছে।

Written by SNS New Delhi | April 22, 2019 11:41 am

সাধ্বী প্রজ্ঞা সিং (ছবি-IANS)

বিজেপিতে যােগ  দেয়ার পর থেকেই তিনি শিরােনামে।এবার বাবরি মসজিদ ধ্বংস করা নিয়ে মন্তব্যের জন্য আবারও নির্বাচন কমিশনের নােটিশ গেল বিতর্কিত এই বিজেপি প্রার্থীর কাছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাধ্বী প্রজ্ঞা বলেন,অযােধ্যায় গিয়ে মসজিদ ধ্বংস করেছি।রামমন্দির তৈরি করতে ফের ওখানে যাব।কেউ আটকাতে পারবে না।সেই সঙ্গে তার সংযােজন,মসজিদ ধ্বংসের জন্য অনুশােচনা হবে কেন?বরং গর্ব অনুভব করি।সাধ্বীর এই মন্তব্যের পরেই নড়েচড়ে বসে কমিশন।তাদের তরফে জানানাে হয়েছে,প্রজ্ঞার এই মন্তব্য বিশেষ ধর্মীয় সম্প্রদায় বা জাতির ভাবাবেগে আঘাত লাগতে পারে।তাই সাধ্বী প্রজ্ঞাকে নােটিশ পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে।উল্লেখ্য সম্প্রতি ২৬/১১ শহিদ হেমন্ত কারকারেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেও কমিশনের নােটিশ পেয়েছিলেন সাধ্বী প্রজ্ঞা।দাবি করেন,তাঁর অভিশাপেই মৃত্যু হয়েছিল সন্ত্রাস দমন স্কোয়াডের প্রধান কারকারের।২০০৬ সালে মালেগাঁও বিস্ফোরণের তদন্ত শুরু করেছিলেন হেমন্ত কারকারে।প্রজ্ঞার অভিযােগ,কারকারের নির্দেশেই জেলের মধ্যে নির্মমভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়। এরপরেই কারকারের মৃত্যুকামনা করে অভিশাপ দিয়েছিলেন বলে দাবি প্রজ্ঞার।এই মন্তব্য নিয়ে দেশজুড়ে সমালােচনা শুরু হয়।কিন্তু বিজেপি সেভাবে কোনাে প্রতিক্রিয়াই দেয়নি।