দিগ্বিজয়কে জঙ্গি বলে ফের বিপাকে সাধ্বী প্রজ্ঞা সিং

নির্বাচন কমিশন ফের একবার ভােপালের বিজেপি প্রার্থী সাধবী প্রজ্ঞা সিংকে নােটিশ পাঠালাে

Written by SNS Bhopal | April 27, 2019 9:26 am

সাধ্বী প্রজ্ঞা সিং(Photo: IANS)

নির্বাচন কমিশন ফের একবার ভােপালের বিজেপি প্রার্থী সাধবী প্রজ্ঞা সিংকে নােটিশ পাঠালাে।এই নিয়ে পর পর তিনটি নােটিশ পাঠানাে হল তাঁকে।সাধ্বীর বিরুদ্ধে অভিযােগ,তিনি তাঁর বিপক্ষের কংগ্রেস প্রার্থী দিম্বিজয় সিংকে জঙ্গি বলে কটাক্ষ করেছেন।মধ্যপ্রদেশের সেহরে নির্বাচনী প্রচারে প্রজ্ঞা বলেন,একজন সন্ন্যাসীই কোনাে এক জঙ্গিকে খতম করতে পারে।নির্বাচন কমিশনের কাছে এই অভিযােগ যাওয়ার পরে বিস্তারিত রিপাের্ট চেয়ে পাঠানাে হয়।বস্তুত মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত সাধবীকে ভােপাল থেকে প্রার্থী করার পর বিজেপিকে নানা কটাক্ষ শুনতে হয়েছে। যদিও বিজেপি সভাপতি থেকে শুরু করে গােটা নেতৃত্বই তাঁর পাশে দাঁড়িয়েছেন।বিজেপি সভাপতি বলেই দিয়েছেন,একজন হিন্দু কখনও জঙ্গি হতে পারে না।নির্বাচনে মনােনয়ন পাওয়ার পরে শহিদ সন্ত্রাস দমন বিভাগের অফিসার হেমন্ত কারকারেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সাধ্বী। তাঁর দাবি ছিল,তাঁর অভিশাপেই শেষ অবধি জঙ্গিদের গুলিতে মরতে হয়েছে কারকারকে।