ফের ভূকম্পন অসমে 

একদিনে পঞ্চমবার কেঁপে উঠল অসম। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.২। ভূমিকম্পের কেন্দ্রস্থল তেজপুরে মাটির ৩০ কিলােমিটার নিচে। 

Written by SNS Guwahati | June 20, 2021 6:34 pm

প্রতীকী ছবি (Photo: IANS)

একদিনে পঞ্চমবার কেঁপে উঠল অসম। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.২। ন্যাশানাল সেন্টার ফর সেসমােলজির রিপাের্টে উল্লেখ করা হয়েছে, গভীর রাতে ভূমিকম্প’টি অনুভূত হয়।

এই নিয়ে গত একদিনে অসমে পাঁচবার কম্পন অনুভূত হল। ভূমিকম্পের কেন্দ্রস্থল তেজপুরে মাটির ৩০ কিলােমিটার নিচে। 

উত্তরপূর্ব ভারতের প্রতিটি রাজ্য ভূকম্পন প্রবণএলাকার মধ্যে পড়ে বলেও জানানাে হয়েছে। অসমের পাশাপাশি, মণিপুরের চান্ডেল জেলায় ৩ রিখটার স্কেল মাত্রায় ভূমিকম্প হয়।

মেঘালয়ের খাসি পর্বতমালার পশ্চিমাংশেও ২.৬ রিখটার স্কেল মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। গত ২৮ এপ্রিল ৬.৪ রিখটার স্কেলে ভূমিকম্প হয়েছিল।