পথচারীদের উপর গাড়ি চালিয়ে দিলেন মত্ত চালক। তার জেরে চাপা পড়েছেন ১৫ জন। ঘটনাস্থলেই মৃ্ত্যু হয়েছে এক জনের। আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। ঘটনাটি শুক্রবার রাতে রাজস্থানের জয়পুরে ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে খবর, একটি অডি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। তার পর সেটি ফুটপাথে উঠে গিয়ে একের পর এক পথচারীকে চাপা দিতে দিতে এগিয়ে যায়। রাস্তার পাশে থাকা একটি দোকানে ধাক্কা মেরে সেটিকে ৩০ মিটার হিঁচড়ে নিয়ে যায়। রাস্তার পাশে দাঁড় করানো বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তার পর সেই গাড়িটি একটি গাছে গিয়ে ধাক্কা মেরে থেমে যায়। এই ঘটনায় হুলস্থুল পড়ে যায়।
Advertisement
রমেশ বৈরওয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এই ঘটনায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে গাড়িতে চারজন ছিলেন। প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনার পর তিন জন পালিয়ে গিয়েছে। স্থানীয়রা এক জনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। ধৃতের নাম দীনেশ রনওয়ান। চুরুর বাসিন্দা। দীনেশই গাড়িটি চালাচ্ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে।
Advertisement
গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পলাতক তিনজনের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই দুর্ঘটনায় মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে। আহতদের দেখতে হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিংহ খিমসার।
Advertisement



