• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ধর্মেন্দ্রর মৃত্যু সংক্রান্ত ‘ভুয়ো খবর’ নিয়ে মিডিয়াকে তিরস্কার এশা দেওল ও হেমা মালিনির

হাসপাতাল সূত্রের খবর, তাঁর ফুসফুস ও হৃৎপিণ্ডের সাধারণ পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছিল এবং চিকিৎসকরা আপাতত উদ্বেগের কোনও কারণ দেখছেন না।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘মৃত্যু–সংক্রান্ত’ ভুয়ো খবরে ক্ষোভ উগরে দিলেন তাঁর স্ত্রী হেমা মালিনি ও কন্যা এশা দেওল। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মেন্দ্র বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থাকে স্থিতিশীল বলেই মনে করছেন।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, ধর্মেন্দ্র সম্পর্কিত কোনও তথ্য জানার জন্য শুধুমাত্র সরকার বা পরিবারের দেওয়া তথ্য অনুসরণ করা হোক। ভুয়ো খবর ছড়ালে তা আইনগতভাবেও সমস্যার জন্ম দিতে পারে বলে এই বর্ষীয়ান তারকার পরিবারের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, বিভিন্ন সামাজিক মাধ্যমে আচমকা কয়েকটি অপপ্রচারমূলক বার্তা ঘুরতে শুরু করে, যেখানে দাবি করা হয় যে ধর্মেন্দ্র আর নেই। এই খবর পৌঁছতেই পরিবারের সদস্যরা যথেষ্ট মর্মাহত হন। এশা দেওল স্পষ্ট ভাষায় জানান, ‘এ ধরনের মিথ্যা প্রচার শুধু পরিবারের জন্য নয়, অনুরাগীদের কাছেও অত্যন্ত কষ্টদায়ক।’ তিনি অনুরোধ করেন, দায়িত্বজ্ঞানহীন কোনও খবর ছড়ানোর আগে অন্তত সত্যতা যাচাই করা হোক।

Advertisement

এদিকে স্ত্রী হেমা মালিনিও ভুয়ো সংবাদ ছড়ানো নিয়ে মিডিয়ার একাংশকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁর কথায়, ‘যে মানুষকে লাখো লাখো মানুষ ভালোবাসেন, তাঁর সম্পর্কে এমন খবর ছড়ানো মানে তাঁর প্রতি অসম্মান এবং দায়িত্বজ্ঞানহীন কাজ, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি আরও জানান, ধর্মেন্দ্র চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশ্রামে আছেন এবং পরিবারের সকলেই তাঁর পাশে রয়েছেন।

এদিকে, ধর্মেন্দ্রের সাম্প্রতিক শারীরিক সমস্যার পর থেকেই তাঁর সুস্থতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরা। হাসপাতাল সূত্রের খবর, তাঁর ফুসফুস ও হৃৎপিণ্ডের সাধারণ পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছিল এবং চিকিৎসকরা আপাতত উদ্বেগের কোনও কারণ দেখছেন না। নিয়মিত চিকিৎসা ও বিশ্রামে তাঁর অবস্থার আরও উন্নতি হবে বলেই আশা করা হচ্ছে।

Advertisement