• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শুল্কচুক্তির আলোচনায় ফের আমেরিকায় দিল্লির দূতেরা

শুল্কচুক্তি নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন দেশের বানিজ্যে দপ্তরের বিশেষ সচিব রাজেশ আগারওয়াল। তবে এবারে কারা এই আলোচনায় অংশগ্রহণ করবে তা জানা যায়নি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ট্রাম্পের শুল্কছাড়ের মেয়াদ শেষ হয়ে গেলেও ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি হয়নি। সেই বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করতেই আবারও আমেরিকা পাড়ি দেবেন ভারতীয় আধিকারিকেরা। সূত্রের খবর আগামী সপ্তাহে আমেরিকায় পৌঁছে যেতে পারে ভারতীয় প্রতিনিধি দল। যদিও আগের সপ্তাহে ট্রাম্পের মুখে শোনা গিয়েছিল যে, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি একেবারে চূড়ান্ত পর্যায়ে। কিন্তু এরপরেও সেই চুক্তির শর্ত নিয়ে বনিবনা না হওয়ায় এখনও পর্যন্ত তা আলোচনা পর্যায়েই আটকে রয়েছে।

২২টি দেশের সঙ্গে ইতিমধ্যেই আমেরিকার শুল্কচুক্তি হয়ে গিয়েছে। এই আবহে ভারত কোনো সময়সীমাকে গ্রাহ্য করছে না। দেশের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন, ‘ভারতের স্বার্থই সবচেয়ে জরুরি, কোনও ডেডলাইন নয়। একেবারে উইন-উইন চুক্তি হতে হবে এবং ভারতের স্বার্থ সুরক্ষিত থাকাই একমাত্র শর্ত।’ সুতরাং একটি খারাপ চুক্তি হওয়ার থেকে চুক্তি না হওয়াকেই শ্রেয় বলে মনে করা হয়েছে। তবে বাণিজ্যচুক্তির ক্ষেত্রে দুই দেশই সমান ভাবে আগ্রহী। তাই সেই চুক্তি সম্পন্ন করতেই আমেরিকা যাচ্ছে ভারতীয় আধিকারিকেরা। এর আগে শুল্কচুক্তি নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন দেশের বানিজ্যে দপ্তরের বিশেষ সচিব রাজেশ আগারওয়াল। তবে এবারে কারা এই আলোচনায় অংশগ্রহণ করবে তা জানা যায়নি।

Advertisement

প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গিয়েছিল, ভারত-আমেরিকার শুল্কচুক্তি একেবারেই চূড়ান্ত পর্যায়ে। এমনকি ট্রাম্পের বক্তব্য ছিল, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি হলে দুই দেশের ক্ষেত্রেই খুব ভালো হবে। ভারতের সঙ্গে চুক্তি করতে আমেরিকা খুবই আগ্রহী। কিন্তু বিভিন্ন শর্ত নিয়ে দ্বন্দ্ব থাকায় শেষপর্যন্ত এই চুক্তি স্বাক্ষর হয়নি। মূলত এই চুক্তির পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল ভুট্টা, সয়াবিন, দুগ্ধজাত দ্রব্যগুলি।

Advertisement

যদিও এর বাইরে আরও কিছু সমস্যা ছিল দুই দেশের বাণিজ্যে। তবে এবারেও এই চুক্তির শর্ত নিয়ে দ্বন্দ্ব কতটা কাটবে তা নিয়ে আশঙ্কা দুই দেশের মধ্যেই। তবে এবার আমেরিকায় গিয়ে যাতে এই চুক্তির নানা শর্ত গুলি নিয়ে পাকাপাকি আলোচনা করে তা নির্দিষ্ট করা যায় তারই চেষ্টা করছে দুই দেশ।

Advertisement