• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

দিল্লি-দেরাদুন শতাব্দি এক্সপ্রেসের বগিতে আগুন 

কাসরো রেলওয়ে স্টেশনের নিকট দিল্লি-দেরাদুন শতাব্দি এক্সপ্রেসের একটি বগিতে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

প্রতিকি ছবি (Photo: iStock)

কাসরো রেলওয়ে স্টেশনের নিকট দিল্লি-দেরাদুন শতাব্দি এক্সপ্রেসের একটি বগিতে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। 

উত্তরাখন্ডের ডিজিপি অশােক কুমার বলেন, শর্টসার্কিট থেকে সি-৪ বগিতে আগুন লাগে। দিল্লি-দেরাদুন শতাব্দি এক্সপ্রেসের ওই বগিগুলাে থেকে যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। কোনও হতাহতের খবর নেই। 

Advertisement

তিনি বলেন, ওই কোচের সমস্ত যাত্রীকে নামানাে হয়েছে। পরে বগিটি ট্রেনের থেকে আলাদা করে দেওয়া হয়। রেলের আধিকারিকরা বলেছেন, গার্ড জানিয়েছেন সমস্ত যাত্রীরা নিরাপদে রয়েছে। দমকল ডাকা হয়েছে। ৩৫ জন যাত্রীকে অন্য কোচে স্থানান্তরিত করা হয়েছে। তারপরই ট্রেনটি দেরাদুনে পাঠানাে হয়।

Advertisement

Advertisement