• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

ট্রলির ভেতরে লুকানো ১.৩৫ কোটি টাকা, দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার এক

নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রা পাচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে কাস্টমস বিভাগ।

নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রা পাচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে কাস্টমস বিভাগ। কাস্টমস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, যুবকের কাছ থেকে ১.৩৫ কোটি টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত যুবক তাঁর স্যুটকেসে বিদেশি মুদ্রা লুকিয়ে নিয়ে যাচ্ছিল।

নয়াদিল্লির কাস্টমস আধিকারিকেরা উত্তর প্রদেশের ২৬ বছর বয়সী ওই যাত্রীর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচারের মামলা দায়ের করেছেন। বাজেয়াপ্ত নোটের মোট মূল্য ১,৩৫,০১,১৫০ (এক কোটি পঁয়ত্রিশ লক্ষ এক হাজার একশ পঞ্চাশ টাকা)। বাজেয়াপ্ত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ২০,০০০ মার্কিন ডলার, ৫ লক্ষ ২৫ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং ১০০০ কাতার রিয়াল।

শুল্ক বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, জিজ্ঞাসাবাদের সময় যাত্রী ভারত থেকে মুদ্রা পাচারের চেষ্টা করার কথা স্বীকার করেছেন। অভিযুক্ত ব্যক্তি আইজিআই বিমানবন্দরের টার্মিনাল-২ থেকে হায়রদরাবাদ যাওয়ার এবং তারপর একই দিনে সংযুক্ত আরব আমিরশাহির রাস আল খাইমায় যাওয়ার পরিকল্পনা করছিলেন। তবে গোপন তথ্যের ভিত্তিতে, কাস্টমস আধিকারিকরা অভিযুক্তকে আগেই ধরে ফেলেন। তাঁর লাগেজ তল্লাশি করে, একটি কালো ট্রলি ব্যাগে লুকানো বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

কয়েকদিন আগে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচারের ঘটনায় এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কাস্টমস বিভাগ। বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি দুবাই থেকে ভারতে সোনা লুকিয়ে আনছিল। উদ্ধারকৃত সোনার মোট মূল্য ৮১.৭৬ লক্ষ টাকা। উদ্ধারকৃত ক্যাপসুলগুলির মোট ওজন ছিল ১,২৫৯ গ্রাম, যা বাদামি পলিথিনে প্যাক করা ছিল। সোনার পেস্ট থেকে ১,১০১ গ্রাম ওজনের একটি আয়তাকার সোনার বার বের করা হয়েছিল। এর মোট দাম ৮১.৭৬ লক্ষ টাকা।