এশিয়াডের দল থেকে বাদ পড়লেন আগরতলার দীপা কর্মকার।

Written by SNS August 8, 2023 10:20 am

কলকাতা:- যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে থেকেও এশিয়াডের দল থেকে বাদ পড়লেন আগরতলার দীপা কর্মকার। সূত্রের খবর, জানা গিয়েছে, যোগ্যতা অর্জন পর্বের সমস্ত নিয়ম পূরণ করতে না পারার জন্যই তাঁর নাম বাদ গিয়েছে। নিয়ম শিথিল করে তাঁকে এশিয়াডে পাঠানোর জন্য আবেদন করেছেন দীপা। ভারতের এই তারকা জিমন্যাস্ট-এ দীর্ঘ ২১ মাস নির্বাসন ছেড়ে সদ্য ফিরেছেন। রিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসাবে অংশ নেওয়া দীপা দুই দিনের যোগ্যতাঅর্জন পর্বের শেষে মোট ৪৭.০৫ পয়েন্ট সংগ্রহ করে তালিকায় শীর্ষে থেকেই এশিয়ান গেমসে নামার ছাড়পত্র পেয়েছিলেন। কিন্তু নিয়মের জাঁতাকালে পড়ে এশিয়াডে দীপার অংশগ্রহণই এখন অনিশ্চয়তার মুখে। ইতিমধ্যেই জিমন্যাস্টিক দলের তালিকা আইওএ-র পক্ষ থেকে ক্রীড়া মন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রণতি দাস বা প্রণতি নায়েকের নাম থাকলেও দীপার নাম এই তালিকায় নেই। সূত্রের খবর, ব্যক্তিগত ইভেন্টের ক্ষেত্রে এশিয়াডে অংশ নিতে হলে শেষ ১২ মাসে ক্রম তালিকা। আটের মধ্যে থাকা বাধ্যতামূলক। কিন্তু নিয়মের ব্যতিক্রম হলেই ক্রীড়ামন্ত্রক সংশিষ্ট অ্যাথলিটকে এশিয়াডে অংশ গ্রহণের অনুমতি দেয় না। কিন্তু ১৫ জুলাই যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে দীপার নাম ছিল। নিয়ম শিথিল করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য আবেদন করেছেন দীপা। একটা সময় দেশের এক নম্বর জিমন্যাস্ট-এ হঠাৎই ডোপিং বিতর্কে জড়িয়ে পড়েন। শরীরের নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অভিযোগে তাঁকে নির্বাসনে পাঠানো হয়। এই নির্বাসন কাটিয়ে উঠে আবারও ফিরে এসেছেন দীপা। রিও অলিম্পিকে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল, কিন্তু দীপার প্রদুনোভো ভল্ট সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। কিন্তু বয়স বেড়েছে, প্রদুনোভা ভল্ট এখন অতীত। এশিয়ান গেমসে নতুন অস্ত্র নিয়ে নামতে চলেছেন বাঙালি এই মহিলা জিমন্যাস্ট। কিন্তু তারপর থেকেই বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন দীপা। কখনও চোট-আঘাতের সমস্যা। আবার নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অভিযোগে দীর্ঘদিনের নির্বাসিত থাকা। সেই নির্বাসন শেষ হবার পর প্রত্যাবর্তনও করেছিলেন আগরতলার বাঙালি মেয়ে দীপা।