• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

গাজায় শান্তি প্রচেষ্টায় ট্রাম্পের ভূমিকার প্রশংসায় মোদী

গাজায় যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রতিনিধিত্বমূলক চিত্র

গাজায় যুদ্ধবিরতি ও শান্তি ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে এক সামাজিক মাধ্যমে মোদী লেখেন, ‘গাজায় শান্তি ফেরানোর প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অগ্রগতি হল। এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে আমরা স্বাগত জানাচ্ছি।’

মোদী আরও জানিয়েছেন, বন্দিমুক্তি ও আলোচনার পথে এগিয়ে আসা একটি ‘তাৎপর্যপূর্ণ পদক্ষেপ’। তাঁর কথায়, ‘স্থায়ী শান্তির লক্ষ্যে সমস্ত প্রচেষ্টায় ভারতের দৃঢ় সমর্থন রয়েছে এবং তা ভবিষ্যতেও থাকবে।’

Advertisement

সম্প্রতি গাজায় চলা সংঘর্ষ থামাতে প্রেসিডেন্ট ট্রাম্প একটি ২০ দফা পরিকল্পনা উত্থাপন করেন। ইজরায়েল এই প্রস্তাবে সম্মতি জানালেও হামাস প্রথমে মুখ খোলেনি। এরপর ট্রাম্প স্পষ্ট ভাষায় সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দেন, রবিবারের মধ্যে সম্মতি না জানালে হামাসকে ‘নরক যন্ত্রণা’ ভোগ করতে হবে। এই কড়া বার্তার পরেই হামাস একটি বিবৃতি দিয়ে জানায়, তারা ২০ দফা প্রস্তাবে রাজি এবং বন্দিমুক্তির পথেও তারা এগোতে প্রস্তুত। আলোচনার টেবিলে বসার আগ্রহ প্রকাশ করে তারা।

Advertisement

হামাসের এই ঘোষণার পরে ট্রাম্প নিজেই তা নিজের সমাজমাধ্যমে প্রকাশ করেন এবং ইজরায়েলকে অবিলম্বে গাজায় বিমানহানা বন্ধের নির্দেশ দেন। তিনি আশাবাদী যে, এই পরিকল্পনার মাধ্যমে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ফেরানো সম্ভব হবে। বন্দিদের মুক্তি ও পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে বলেও জানানো হয়েছে হোয়াইট হাউস সূত্রে।

ট্রাম্প দাবি করেছেন, দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের পদে আসার পর থেকে তিনি একের পর এক আন্তর্জাতিক সংঘর্ষ বন্ধ করেছেন। তাঁর দাবি অনুযায়ী, গত কয়েক মাসে তিনি সাতটি যুদ্ধ থামিয়েছেন এবং এজন্য নিজেকে ‘নোবেল শান্তি পুরস্কার’-এর উপযুক্ত বলেও উল্লেখ করেছেন। এর মধ্যে তিনি মে মাসে ভারত-পাকিস্তান সীমান্তে ঘটে যাওয়া সশস্ত্র উত্তেজনা বন্ধের কৃতিত্বও দাবি করেছেন। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে সেই দাবিকে স্বীকৃতি দেয়নি।

এই প্রেক্ষাপটে গাজা সংকট সমাধানে ট্রাম্পের উদ্যোগকে মোদীর প্রকাশ্য প্রশংসা আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তাৎপর্য বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Advertisement