• facebook
  • twitter
Saturday, 14 June, 2025

শিবু সোরেনের পুত্রবধূর উপর হামলার চেষ্টা, গ্রেপ্তার এক

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের পুত্রবধূ তথা বিজেপি নেত্রী সীতা সোরেনের উপর হামলার ঘটনা ঘটল। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের পুত্রবধূ তথা বিজেপি নেত্রী সীতা সোরেনের উপর হামলার চেষ্টার অভিযোগ উঠল। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি সীতার প্রাক্তন আপ্তসহায়ক বলে জানা গিয়েছে। ধৃতের কাছ থেকে দু’টি পিস্তল উদ্ধার হয়েছে। শুক্রবার তাঁকে ধানবাদ আদালতে পেশ করা হলে বিচারক বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। কী কারণে হামলা চালানোর চেষ্টা করেছিলেন সীতার প্রাক্তন আপ্তসহায়ক, তা জানার চেষ্টা করছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ধানবাদের কতরাসে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রধান শিবু সোরেনের পুত্রবধূ। এলাকারই একটি হোটেলে উঠেছিলেন তিনি। সীতার প্রাক্তন আপ্তসহায়ক দেবাশিস ঘোষ আচমকাই তাঁর ঘুরে ঢুকে যান। এরপর সীতার উপর হামলা চালানোর চেষ্টা করেন তিনি। যদিও বিজেপি নেত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা দেবাশিসকে ধরে ফেলেন। পরে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, আগে থেকেই ওই হোটেলে ছিলেন দেবাশিস।