ফের নিলামে দাউদ সম্পত্তি, হাজির প্রভাবশালী শিবসেনা নেতা

Written by SNS January 5, 2024 5:34 pm

মুম্বই, ৫ জানুয়ারি– কয়েকদিন আগেই মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের মৃতু্যর খবর ছড়িয়ে পড়ে৷ যদিও পরে তা গুজব বলেই জানা যায়৷ পাকিস্তানে বসে থাকা দাউদ ১৯৯৩-এর মুম্বই ধারাবাহিক বিস্ফোরণকে পরিচালিত করেছিলেন৷ বহু চেষ্টা করেও আজ দাউদ ভারতের পুলিশের কাছে অধরা৷ যদিও তার বহু শাকরেদ ইতিমধ্যেই পুলিশের জালে৷ এমনকী মুম্বই স্থিত তার সম্পতিও ক্রোক করে পুলিশ৷ সেই সম্পত্তি বছর তিনেক আগেই আদলতের নির্দেশে নিলামে তোলা হয়৷ ফের নিলাম হতে চলেছে ‘পলাতক’ মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সম্পত্তি৷ ‘স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স (ফরফিচার অব প্রপার্টি) অ্যাক্ট (এসএএফইএমএ)’ অনুযায়ী, ওই অবিক্রিত চারটি সম্পত্তির নিলাম ডাকা হচ্ছে বলে সরকারি সূত্রের খবর৷
শুক্রবার দাউদ এবং তাঁর পরিবারের ওই চারটি সম্পত্তি নিলামে তোলা হয়৷ দাম শুরু হয় ১৯ লক্ষ থেকে৷ দাউদ এবং তাঁর পরিবারের অবিক্রিত চারটি কৃষিজমি রয়েছে মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মুম্বাকে গ্রামে৷ ওই গ্রামের বাডি়তেই তাঁর শৈশব কেটেছিল৷ প্রসঙ্গত, ২০১৭ সালে নিলাম হয়েছিল মুম্বইয়ের ভেন্ডি বাজারের কাছে দাউদের কুখ্যাত ধামড়ওয়ালা বাডি়টি৷ আশির দশকে ভারত ছেডে় পালানোর আগে পর্যন্ত সেখানেই থাকতেন তিনি৷
খবর অনুসারে, এদিন রত্নগিরি জেলায় দাউদের সম্পত্তি কেনার জন্য হাজির ছিলেন প্রভাবশালী শিবসেনা নেতা তথা আইনজীবী অজয় শ্রীবাস্তব৷ এর আগে মুম্বাকে গ্রামে দাউদের সেই শৈশবের বাডি়টির নিলামে অংশ নিয়েছিলেন অজয়৷ প্রসঙ্গত, এর আগেও দাউদের অনেক সম্পত্তি নিলামে উঠেছে৷ তবে অনেক ক্ষেত্রেই মেলেনি ক্রেতা৷ প্রশাসনের একাংশের মতে, মাফিয়া নেতার রোষে পড়ার ভয়েই বার বার পিছিয়ে গিয়েছেন ক্রেতাদের একাংশ৷