দৈনিক মৃত্যু আড়াই মাস পর হাজারের নীচে

সংক্রমণের হার গত সাতদিন ধরে ৩ শতাংশের নীচে রয়েছে। সেই সঙ্গে সক্রিয় রােগী কম হওয়ার যে ধারাবাহিকতা, তাও বজায় রয়েছে।

Written by SNS New Delhi | June 30, 2021 12:37 am

প্রতীকী ছবি (File Photo: AFP)

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করােনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। দেশে এই নিয়ে মােট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২ লক্ষ ৭৯ হাজার ৩৩১ জন। 

সােমবার দৈনিক মৃত্যুর সংখ্যা বেশ খানিকটা কমেছে। মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৭৯ জনের। এঁরা সবাই করােনায় আক্রান্ত ছিলেন। ১২ এপ্রিলের পর এই প্রথমবার দৈনিক মৃত্যু ১ হাজারের নীচে নেমেছে। 

সংক্রমণের হার গত সাতদিন ধরে ৩ শতাংশের নীচে রয়েছে। সেই সঙ্গে সক্রিয় রােগী কম হওয়ার যে ধারাবাহিকতা, তাও বজায় রয়েছে। প্রায় সাড়ে ১৩ হাজার কমে দেশে এখন সক্রিয় রােগীর সংখ্যা ৫ লক্ষ ৭২ হাজার ৯৯৪ জন। 

রবিবার টিকাকরণের শ্লথ গতি দেখা গিয়েছে। মাত্র ১৭ লক্ষ ২১ হাজার ২৬৮ জন মানুষ টিকা পেয়েছেন গত ২৪ ঘণ্টায়। শনিবার ৬৪.২৫ লক্ষ মানুষ টিকা পেয়েছিলেন। দেশে মােট টিকা পেয়েছেন ৩২ কোটির বেশি মানুষ।