তিন দিনের সরকারি সফরে দিল্লিতে পৌঁছলেন সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোস। বুধবার সকালে তিনি রাজধানীতে এসে পৌঁছন। এই সফরে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এই সফর বলে বিদেশ দপ্তর সূত্রে জানা গিয়েছে।
বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য শক্তি এবং প্রযুক্তি খাতে পারস্পরিক বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি, আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সমর্থন ও রাষ্ট্রসঙ্ঘের নানাবিধ বিষয়ে দুই দেশের অবস্থান নিয়েও মতবিনিময় হবে বলে কূটনৈতিক মহলের ধারণা।
Advertisement
উল্লেখ্য, সাইপ্রাস ও ভারতের মধ্যে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে। কম্বোসের এই সফর সেই সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেই আশা প্রকাশ করেছেন বিদেশ দপ্তরের কর্মকর্তারা।
Advertisement
Advertisement



