ঘূর্ণিঝড় ‘মহা’র মােকাবিলায় মহারাষ্ট্রের পাঁচ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তার মধ্যে রয়েছে থানে ও পালঘরও।
ভারতীয় আবহাওয়া দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, ৬ নভেম্বর বেশির ভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আর উত্তর কোঙ্কন (থানে ও পালঘর) এবং মধ্য মহারাষ্ট্রের সবচেয়ে উত্তরের জেলাগুলিতে (নাসিক, ধুলে ও নন্দরবার) ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Advertisement
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে পশ্চিম, উত্তর পশ্চিমে বেঁকে আবার পূর্ব, উত্তর-পূর্বে ঘুরতে পারে। বুধবার মাঝরাত বা বৃহস্পতিবার ভােরে প্রবল ঘূর্ণিঝড় হিসাবে দিউ ও পােরবন্দরের মাঝখান দিয়ে গুজরাত উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা এই ঝড়ের।
Advertisement
ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলােমিটার বেগে বইতে পারে ঝােড়াে হাওয়া। তার গতিবেগ ঘণ্টায় ১২০ কিলােমিটারও হতে পারে। ঘূর্ণিঝড় মােকাবিলায় থানে ও পালঘর জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। প্রয়ােজনীয় ব্যবস্থা নিতে সােমবার বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন থানে ও পালঘরের ডিস্ট্রিক্ট কালেক্টর।
বুধ থেকে শুক্রবার পর্যন্ত পালঘরে সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ৮ নভেম্বর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ৯ নভেম্বর থেকে ওড়িসা-অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ঝােড়াে বাতাসও বইতে পারে।
Advertisement



