• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

উত্তরাখণ্ডের সরকারি ওয়েবসাইটে সাইবার হানা

সাইবার হানা হওয়ায় উত্তরাখণ্ডের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে

উত্তরাখণ্ড রাজ্য সরকারের সরকারি পরিষেবায় সাইবার হানার ঘটনায় চাঞ্চল্য। সাইবার হানা হওয়ায় উত্তরাখণ্ডের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। সরকারি কাজকর্মে ব্যাঘাত ঘটে। উত্তরাখণ্ড রাজ্যের সচিবালয় ও মুখ্যমন্ত্রীর দপ্তরকেও টার্গেট করে, এমনটাই জানাচ্ছে সরকার।

উত্তরাখণ্ড সরকারকে আইনি সাপোর্ট দেওয়া একটি সংস্থা জানাচ্ছে, প্রায় ১০০টি সরকারি ওবেবসাইট হ্যাকারদের কবলে চলে যায়। সচিবালয়-সহ কোনও সরকারি অফিসে বৃহস্পতিবার পরিষেবা দেওয়া যায়নি। মুখ্যমন্ত্রীর হেল্পলাইন, জমি ক্রয়-বিক্রয়ের রেজিস্ট্রেশনের মতো কাজ বন্ধ থাকে।

Advertisement

শুক্রবার সকাল পর্যন্ত সরকারি পরিষেবায় অচলাবস্থা কাটেনি। উত্তরাখণ্ড ‘তথ্যপ্রযুক্তি উন্নয়ন সংস্থা’ (আইটিডিএ)-র এক্সপার্টরা হ্যাকারদের ঠেকাতে কাজ করে চলেছে। উত্তরাখণ্ড রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিব ও আইটিডিএ-র ডিরেক্টর সাইবার হানার বিষয়টি জানতে পারেন। তারপর আইটিডিএতে যান উত্তরাখণ্ডের তথ্যপ্রযুক্তি সচিব ও আইটিডিএ-র ডিরেক্টর।

Advertisement

Advertisement