মমতার ধরনার আগেই মোদি-শাহের সঙ্গে সাক্ষাতের পর  দ্রুত বকেয়া মেটার আশ্বাস রাজ্যপালের

Written by SNS February 2, 2024 5:05 pm

দিল্লি, ২ ফেব্রুয়ারি– বহুদিন যাবৎ কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লি দরবারে এ নিয়ে তদ্বির করে কিছু না হওয়ায় দিল্লিতে সভা করে ফেলেছেন৷ কিন্তু কাজের কাজ কিছু হয়নি৷ এবার রাজ্যের রেড রোডে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে মমতার ধরনায় বসার আগেই নাকি বকেয়া নিয়ে দিল্লিতে গিয়ে ‘অ্যাকশন’ দেখিয়ে এলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ মুখ্যমন্ত্রীর ধরনার ঠিক আগেই তিনি দিল্লি পেঁৗছে বকেয়া নিয়ে কথাও বলে ফেললেন৷ যা বাংলার রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের৷
বৃহস্পতিবার দিনভর দিল্লিতে ছিলেন বোস৷ তার পরই রাজ্যপালের দাবি, দ্রুত রাজ্যের বকেয়া সমস্যা মিটবে৷ যোগ্যরা বঞ্চিত হবেন না৷ বুধবার রাতেই দিল্লি গিয়েছেন রাজ্যপাল বোস৷ রাজভবন সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখডে়র সঙ্গে দেখা করেছেন তিনি৷ পরে সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সঙ্গে দেখা করেছেন বোস৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা হয় তাঁর৷ তারপরই এক ভিডিও বার্তায় বোস বলেন, বাংলার বকেয়া শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে৷ বঙ্গবাসীকে ন্যায় পাইয়ে দিতে যা করার কেন্দ্রীয় সরকার করবে৷ ওই অডিও বার্তায় রাজ্যপালের বক্তব্য, ‘কেন্দ্র সরকারের কিছু নিয়ম আছে৷ রাজ্যের কাছে নির্দিষ্ট কিছু বিষয় জানতে চেয়েছে তারা৷ রাজ্য তার উত্তর দিচ্ছে৷ কেন্দ্রের সঙ্গে সহযোগিতা শুরু করেছে৷ আমি নিজেও কিছু বিষয় পর্যালোচনা করেছি৷ কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বিষয়টি উত্থাপন করেছি৷ কেন্দ্রীয় সরকার যে নিয়ম বেঁধে দিয়েছে, তা মানতে হবে৷ যোগ্যরা বঞ্চিত হবেন না৷ দ্রুত মিটিয়ে দেওয়া হবে রাজ্যের বকেয়া৷”
রাজ্যের শাসকদলের দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্র ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে৷ রাজনৈতিক কারণে রাজ্যের প্রতি বঞ্চনা করা হচ্ছে৷ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল গিয়েও রাজ্যপালের কাছে এ নিয়ে নালিশ করেছিল৷ সেবারেও দিল্লিতে দরবার করেন বোস৷