পশ্চিমবঙ্গে সিপিআই (এম) কর্মীরা বিজেপি সেজে তৃণমূলের ওপর হামলা চালাচ্ছে। এমনই বিস্ফোরক ইঙ্গিত করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।
এ বিষয়ে নিজের দলকে সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। রাজ্যে সরাসরি না হলেও সিপিএম-বিজেপি’র সখ্যতার প্রশ্ন বারবার উঠে এসেছে লােকসভা ভােটের আগে থেকেই। ভােটের ফলেও স্পষ্ট হয়েছে সেই প্রবণতা।
Advertisement
এবার সেই সখ্যতাকে দূরে সরিয়ে বামেদের বিরুদ্ধে পাল্টা অভিযােগ আনলেন স্বামী। রবিবার ট্যুইটে তিনি দাবি করেন, কলকাতার আইনজীবী বন্ধুদের থেকে জানতে পেরেছি যে, বাংলার গ্রামাঞ্চলে বিজেপি সেজে তৃণমূলের ওপর হামলা চালাচ্ছে সিপিএম। এভাবে তারা মারছে, মরছেও। এটা সত্যি হলে বিজেপিকে সতর্ক হতে হবে। আর সিপিআই (এম) কে কিছুতেই এই বিশ্বাসঘাতকতা করতে দেয়া যাবে না।
Advertisement
Advertisement



