অ্যাম্বুলেন্স থেকে পড়ে গেল কোভিডের মৃতদেহ

সম্প্রতি করােনায় মারা যাচ্ছেন তাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে না। শুক্রবার এমনই একটা ভিডিও ক্লিপ সামনে আসায় দেখা গেল রাজ্যের ভয়াবহ ছবি।

Written by SNS Kolkata | April 24, 2021 2:30 pm

প্রতীকী ছবি (Photo: Getty Images)

অভিযােগ উঠেছে মধ্যপ্রদেশে যারা সম্প্রতি করােনায় মারা যাচ্ছেন তাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে না। শুক্রবার এমনই একটা ভিডিও ক্লিপ সামনে আসায় দেখা গেল রাজ্যের ভয়াবহ ছবি।

বিদিশা জেলা হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স বেরােচ্ছিল। সেই অ্যাম্বুলেন্সের মধ্যেই ছিল। কোভিডে মৃত এক ব্যক্তির দেহ। হাসপাতালের গেট থেকে সবে গাড়িটা বাঁক নিয়েছে এমন সময় দেহটি রাস্তায় পড়ে গেল। ভয় পেয়ে অ্যাম্বুলেন্স থামিয়ে দিলেন চালক।

অ্যাম্বুলেন্সের রিয়ার উইন্ড সিল্ড ভেঙে পড়েছে। দেহটি পড়ে। গিয়েছে দেখতে পেয়ে কয়েকজন পথচারী এগিয়ে গেলেন। অ্যাম্বুলেন্সের মধ্যেই ছিলেন পিপিপি পরা একটি লােক। তিনি কিন্তু নামেননি।

পরে অভিযােগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষ আত্মীয়স্বজনদের না জানিয়ে দেহটি সরিয়ে দিচ্ছে। এবার তথ্য অনুযায়ী তার আগের ২৪ ঘন্টায় মধ্যপ্রদেশে আত্রান্ত ১২,৩৮৪ মারা গিয়েছেন ৭৫ জন।