করােনা মােকাবিলায় কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ব্যর্থ। সে কারণে করােনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে, মনে করেন নােবেলজয়ী অর্থনীতিবিদ ভারতরত্ন অমর্ত্য সেন।
এই নােবেলজয়ীর মতে, সরকার ‘সংশয়াচ্ছন্ন’। সরকার সমস্যার মােকাবিলা না করে শুধু নিজেরাই কৃতিত্ব দাবি করতে ব্যস্ত ছিল। সেই কারণেই সমস্যা বেড়েছে।
Advertisement
শুক্রবার রাষ্ট্রীয় সেবাদলের এক অনুষ্ঠানে যােগ দিয়ে এই নােবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, করােনা রােধ করার দিকে নজর দেওয়ার চেয়ে কৃতিত্ব নেওয়ার দিকে বেশি ব্যস্ত ছিল কেন্দ্রীয় সরকার, যা স্কিৎজোফ্রেনিয়ার লক্ষণের সমতুল্য।
Advertisement
নিজেদের পিঠ চাপড়ানাে নয়, গােটা দুনিয়াকে রক্ষা করার কৃতিত্ব নিতে ব্যস্ত ছিল কেন্দ্র। ফলে ভারতে করােনা সমস্যা বেড়েছে। আর এই সময়ের মধ্যে দেশে স্বাস্থ্য ও অর্থনীতি দুর্বল হয়েছে। এর দায় সরকারকে নিতে হবে।
Advertisement



