শ্রদ্ধা হত্যাকারী আফতাবকে দিনে ৮ ঘন্টা খোলা জায়গায় রাখার নির্দেশ

Written by SNS March 15, 2024 4:34 pm

দিল্লি, ১৫ মার্চ– লিভইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে হত্যার পর গোটা দেশে রাতারাতি কুখ্যাত হয়ে গিয়েছিল আফতাব পুনাওয়ালা৷ সেই হত্যার দায়ে আপাতত তিহাড় জেলে বন্দি শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলায় প্রধান অভিযুক্ত তাঁর লিভইন পার্টনার আফতাব৷ সেই আফতাবকে দিনে ৮ ঘণ্টা জেলের মুক্ত পরিবেশে রাখার নির্দেশ দিল আদালত৷

আফতাবের আইনজীবীর আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দিয়েছে আদালত৷ আইনিজীবী আদালতে প্রশ্ন তুলেছেন তার মক্কেলকে নিরাপত্তার নাম করে ২৪ ঘণ্টা নির্জন গরাদে রাখা নিয়ে৷ ওই আবেদনের প্রেক্ষিতেই শুক্রবার এই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট৷ আদালত জানিয়েছে, নিরাপত্তার কারণে অভিযুক্তকে অন্য বন্দিদের সঙ্গে রাখা হবে না ঠিকই৷ তবে দিনের মধ্যে ৮ ঘণ্টা তাঁকে মুক্ত পরিবেশের মধ্যে অর্থাৎ খোলা আকাশের নীচে রাখতে হবে৷ বিচারপতি সুরেশ কুমার কাইতের নেতৃত্বাধিন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে৷
মামলার শুনানিতে কারা কর্তৃপক্ষের আইনজীবী বলেন, হুমকির কারণে অভিযুক্তকে অন্য বন্দিদের সঙ্গে রাখা হয়নি৷ তিনি বলেন, “এর আগে, রোহিণীতে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে যাওয়ার সময় পুনাওয়ালাকে আক্রমণের পর তাকে যথাযথ নিরাপত্তা দেওয়ার বিষয়ে আদালত নির্দেশ দিয়েছিল৷ তাই এই ব্যবস্থা৷”

এরপরই বিচারপতি গিরিশের বেঞ্চ জানায়, দিনের মধ্যে আট ঘণ্টা অপরাধীকে মুক্ত পরিবেশে রাখতে হবে৷
পুনাওয়ালার বিরুদ্ধে ২০২২ সালের ১৮ মে দিল্লির মেহরাউলিতে তার লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ রয়েছে৷ অভিযোগ, খুন করার পর তাঁর দেহকে টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রেখেছিল৷ পরে সেই দেহাংশের টুকরো দিল্লির বিভিন্ন জায়গায় ছডি়য়ে দেয়৷ ২০২৩ সালের ২৪ জানুয়ারি পুনাওয়ালার বিরুদ্ধে আদালতে ৬ হাজার ৬২৯ পাতার চার্জশিট জমা দেয়৷