• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জিমে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, পুরুষ প্রশিক্ষক রাখা কতটা যুক্তিসঙ্গত: এলাহাবাদ হাইকোর্ট

ঘটনার সূত্রপাত মিরাটের শহরের একটি জিম থেকে। সেখানে প্রশিক্ষক হিসেবে কর্মরত নিতিন সাইনির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ওঠে।

জিমে মেয়েদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রশ্নে বড়সড় উদ্বেগ প্রকাশ করল এলাহাবাদ হাইকোর্ট। বিশেষ করে, মহিলাদের প্রশিক্ষণের জন্য পুরুষ প্রশিক্ষক রাখা কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। গত সপ্তাহে একটি মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখরকুমার যাদব বলেন, ‘বেশিরভাগ জিমে মহিলাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার জন্য কোনও পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে পুরুষ প্রশিক্ষকদের হাতে মহিলারা প্রশিক্ষণ নিচ্ছেন, এটি গভীর উদ্বেগের বিষয়।’

ঘটনার সূত্রপাত মিরাট শহরের একটি জিম থেকে। সেখানে প্রশিক্ষক হিসেবে কর্মরত নীতিন সাইনির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগ, তিনি জিমে আসা মহিলাদের অজান্তে আপত্তিকর ভিডিও তুলে তা অন্যদের পাঠাতেন। এমনকি, এক মহিলার দাবি, নীতিন ওই সব অশ্লীল ভিডিয়ো তাঁকেও পাঠিয়েছেন। পাশাপাশি, জাতিগত কটূক্তির অভিযোগও এনেছেন তিনি। এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হন অভিযোগকারী মহিলা।

Advertisement

শুনানির সময় আদালত শুধু নীতিনের আচরণ নয়, গোটা বিষয়টিকে একটি বৃহত্তর সামাজিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার প্রয়োজনীয়তার কথা বলে। বিচারপতি যাদব মিরাটের ব্রহ্মপুরী থানার তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছেন, মামলার পূর্ণাঙ্গ তথ্য-সহ একটি ব্যক্তিগত হলফনামা আদালতে দাখিল করতে হবে।

Advertisement

হলফনামায় উল্লেখ করতে হবে – সংশ্লিষ্ট জিমের আইনগত রেজিস্ট্রেশন রয়েছে কি না, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সেখানে কোনও মহিলা প্রশিক্ষক রয়েছেন কি না এবং বর্তমানে সেখানে মহিলাদের জন্য কী ধরনের সুরক্ষাব্যবস্থা রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ৮ সেপ্টেম্বর।

Advertisement