করােনার বিরুদ্ধে জেলা জিতলে জিতবে দেশ: প্রধানমন্ত্রী

এবার সংক্রমণ ঠেকাতে জেলার দিকে কড়া নজর দিতে পরামর্শ দিলেন মােদি। বললেন, করােনার বিরুদ্ধে জেলা জিতলে দেশ জিতবে। 

Written by SNS New Delhi | May 19, 2021 10:11 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo: Twitter/@BJP4India)

৪৬ জেলার জেলাশাসক এবং ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। আশ্বাস দিলেন টিকাকরণ নিয়েও। তবে এবার সংক্রমণ ঠেকাতে জেলার দিকে কড়া নজর দিতে পরামর্শ দিলেন মােদি। বললেন, করােনার বিরুদ্ধে জেলা জিতলে দেশ জিতবে। 

দেশজুড়ে কোভিড পরিস্থিতি পর্যালােচনা করতে ভার্চুয়াল বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেখানে ৪৬ জেলার পরিস্থিতি মনােযােগ সহকারে শােনেন তিনি। এর পরই জেলাগুলির দিকে নজর রাখতে পরামর্শ দেন তিনি। 

জেলাশাসকদের প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি জেলার নিজস্ব সমস্যা আছে। আপনারাই নিজেদের জেলার সমস্যা সবচেয়ে ভালো বুঝতে পারবেন। তাই আপনার জেলা যখন সমস্যাকে হারিয়ে জিতবে, তখন দেশেরও জয় হবে। তাই আপনার জেলা করােনাকে হারাতে পারলে দেশও পারবে। 

জেলাশাসকদের প্রধানমন্ত্রী বলেন, আপনারা ময়দানে নেমে লড়াই করছেন। আপনারাই ফিল্ড কমান্ডারস। ভ্যাকসিনের জোগান পর্যাপ্ত করতে দিনরাত চেষ্টা চালাচ্ছে প্রশাসন, এদিন ভার্চুয়াল বৈঠকে একথা জানালেন প্রধানমন্ত্রী। 

তাঁর কথায়, জেলায় জেলায় পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিন পৌঁছে দিতে চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। কীভাবে ভ্যাকসিন যাবে, কীভাবে টিকা দেওয়া হবে, তা নিয়ে একটি শিডিউল তৈরি করছে মন্ত্রক। আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যগুলিকে সেই শিডিউল দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।