করােনার গ্রাফ বাড়ছে, চিন্তায় দেশ

মারণ ভাইরাস করােনার বাড়বাড়ন্ত কমে গিয়েছিল। সারা দেশে ৪০ হাজারে নিচে ছিল করােনা সংক্রমণ। তবে বৃহস্পতিবার তা ছাড়িয়ে গেছে। ৪৩ হাজারের মত সংক্রমণ ঘটছে।

Written by SNS Delhi | September 10, 2021 1:47 am

প্রতীকী ছবি(Photo: SNS)

মারণ ভাইরাস করােনার বাড়বাড়ন্ত কমে গিয়েছিল। সারা দেশে ৪০ হাজারে নিচে ছিল করােনা সংক্রমণ। তবে বৃহস্পতিবার তা ছাড়িয়ে গেছে। ৪৩ হাজারের মত সংক্রমণ ঘটছে। তাই চিন্তা বাড়ছে গােটা দেশে। এদিন ফের দৈনিক সংক্রমণ একধাক্কায় অনেকটা বেড়ে ৪৩ হাজারের ঘরে পৌঁছে গিয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ২৬৩ জন করােনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। ফলে দেশে মােট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লেটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৩৮ জন।

এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে খানিকটা কম। দেশে এখনও পর্যন্ত করােনা বলি ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জন। বর্তমানে দেশের দুটি রাজ্য তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে। এক, কেরল এবং দুই, মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় শুধু কেরলেই আক্রান্ত হয়েছেন ৩০ হাজারে বেশি। মহারাষ্ট্রে আক্রান্ত ৪ হাজারের বেশি।

নাগপুর প্রশাসন বলছে, করােনার থার্ড ওয়েভ চলে এসেছে। একই কথা শােনা গিয়েছে মুম্বইয়ের য়রের মুখেও। পরে অবশ্য তিনি দাবি করেছেন, করােনার তৃতীয় ঢেয় আসেনি। তবে বিধি না মানলে তা আসতে খুব একটা দেরিও নেই। গত একদিনে দেশে করােনা সংক্রমণের পাশাপাশি উধ্বমুখী অ্যাকটিভ কেসও।

স্বাস্থ্যমন্ত্রকের রিপাের্ট বলছে, বর্তমানে দেশে করােনায় চিকিৎসাধীন রােগীর সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪ জন। তবে, ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করােনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৩ লক্ষ ৪ হাজার ৬১৮ জন করােনা থেকে মুক্ত হয়েছেন।

যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করােনামুক্ত হয়েছেন ৪০ হাজার ৫৬৭ জন। তবে করােনার দৈনিক গ্রাফ বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ছে গােটা দেশে। টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানাের চেষ্টা চলছে দেশজুড়ে। দেশে এখনও পর্যন্ত দেশের মােট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ টিকা পেয়েছেন।

৭১ কোটি ৬৫ লক্ষেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৮৬ লক্ষের বেশি নাগরিক। দ্রুত আরও বেশি বেশি টিকাকরণ কর্মসুচিতে সক্রিয়তা দেখাতে হবে, তা না হলে বারানার বাড়বাড়ন্ত কমবে না। দৈনিক করােনা আক্রান্তের সংখ্যা বাড়ল।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করােনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন। বুধবারের তুলনায় বৃহস্পতিবার করােনা আক্রান্তের সংখ্যা ১৪ শতাংশ বেড়েছে। তবে দেশে একদিনে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করােনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, ৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে মােট করােনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১। হয়ে গােটা দেশজুড়ে ৪ লক্ষ। যুজার ৭৪৯ জনের মৃত্যু হয়েছে। দেশে করােনা সংক্রমণের হার কমে হয়েছে ৬.১৭ শতাংশ। সংক্রমণের হার বেড়েছে গত ২৪ ঘণ্টায়।

দেশে কোভিড সংক্রমণের হার ২.৩৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা কিছুটা হলেও বেশি ৪০ হাজার ৫৬৭ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। ৩ কোটি ২৩ লক্ষ হাজার ৬১৮ জন এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন করােনাতে। দেশে মােট সক্রিয় করােনা রােগীর সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রােগীর সংখ্যা বেড়েছে।