করোনায় মৃত্যু বাড়ছে সংক্রমণ

দেশের দৈনিক কোভিড বৃহস্পতিবারের তুলনায় কমলেও, দৈনিক মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৪৮ জন।

Written by SNS Delhi | October 30, 2021 10:53 am

প্রতীকী ছবি (Photo by Johan ORDONEZ / AFP)

দেশের দৈনিক কোভিড বৃহস্পতিবারের তুলনায় কমলেও, দৈনিক মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৪৮ জন। বৃহস্পতিবার তা ১৬ হাজার ছাড়িয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ৪৬ হাজার ১৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮০৫ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৭ হাজার ১৯১ জনের। দেশের গত কয়েক দিনে দৈনিক মৃত্যু অনেকটা বেড়েছে। এবং এই মৃত্যুর সিংহভাগই হচ্ছে কেরলে।

দেশের বাকি রাজ্যগুলিতে মৃত্যু নিয়ন্ত্রণেই রয়েছে। মারণ ভাইরাস করোনার আগমন দু বছর মত হলেও বাড়বাড়ন্ত কমেনি একটুও। দিল্লির নাগরিকদের শরীরে করোনা ভাইরাসের এন্টিবডি ৯৭ % মিলেছে ষষ্ঠ সার্ভের দ্বারা।

দেশে গত একদিনে কোভিড রোগীর সংখ্যা যেমন প্রায় তিন হাজার বেড়েছে, তেমনই দৈনিক মৃত্যুও সাতশো পেরিয়েছে। কেরল সরকার কোভিডে মৃত্যুর পুরনো পরিসংখ্যান যোগ করার ফলেই এই বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় দেশের ৭৩৩ টি মৃত্যুর মধ্যে ৬২২ টিই কেরলের ঘটনা।

প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে করোনার টিকাকরণে একশো কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়েছে ভারত। তবে কেন্দ্রের পরিসংখ্যানই বলছে , দেশের অন্তত ৪৮ টি জেলায় প্রাপ্তবয়স্কদের | প্রথম ডোজের টিকা নেওয়ার হার ৫৫% পেরোয়নি। কালীপুজোর সপ্তাহেই ধন্বন্তরি জয়ন্তী ।

এই দেববৈদ্যকে স্মরণ করে ওই সপ্তাহ থেকেই পিছিয়ে থাকা জেলাগুলিতে ঘরে ঘরে গিয়ে টিকা প্রচারের কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। উদ্দেশ্য, জনসচেতনতা বাড়িয়ে টিকা নিতে মানুষকে উৎসাহ দেওয়া। স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠকে ৪৮ টি জেলায় প্রাপ্তবয়স্কদের টিকাকরণে ওই ঘাটতির কথা জানানো হয়েছিল।

দেশে করোনা পরিস্থিতি মোটের উপরে নিয়ন্ত্রণে থাকলেও, আসন্ন ছট-দীপাবলির মতো উৎসবের কথা মাথায় রেখে ৩০ নভেম্বর পর্যন্ত করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

পাশাপাশি, দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার ক্ষেত্রেও গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এই মুহূর্তে প্রায় সাড়ে দশ কোটি দেশবাসী দ্বিতীয় ডোজ নেওয়ার সময়সীমা পেরিয়ে যাওয়া সত্ত্বেও টিকা নেননি।

তাঁদের দ্রুত টিকাকরণে বিশেষ জোর দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানান, রাজ্যগুলির হাতে ১২ কোটি টিকা রয়ে গিয়েছে। তা দিয়ে রাজ্যগুলিকে দ্বিতীয় ডোজ দেওয়ায় গতি বাড়াতে বলা হয়েছে। তাতে মৃত্যুর হার কমানো যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।