ঝাড়খণ্ডে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক পুলিশকর্মীর। তাঁর নাম সুনীল ধন। গুরুতর জখম আধাসেনার আরও এক জওয়ান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার সকালে ঝাড়খণ্ডের পাহাড়ি চাইবাসা এলাকায় মাওবাদীদের পুঁতে রাখা একটি আইইডি বিস্ফোরণে গুরুতর আহত হন পুলিশ ও আধাসেনার দুই সদস্য। পুলিশকর্মী সুনীল ধন এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কোবরা ইউনিটের বিষ্ণু সাইনিকে হেলিকপ্টারে করে রাঁচির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সুনীলের। বিষ্ণুর চিকিৎসা চলছে।
ডিআইজি মনোজ রতন বলেন, ‘ঝাড়খণ্ডের ওই অঞ্চলে সম্প্রতি মাওবাদী বিরোধী অভিযান শুরু করেছে পুলিশ ও সেনার যৌথ দল। সম্প্রতি বেশ কয়েকটি আইইডিও নিষ্ক্রিয় করেছে নিরাপত্তা বাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন আইইডি বিস্ফোরণে কোবরা ২০৩ ব্যাটালিয়নের এক জওয়ান এবং ঝাড়খণ্ড জাগুয়ারের আর এক সদস্য আহত হন। আহত পুলিশকর্মী সুনীল ধনের মৃত্যু হয়েছে।’
এদিকে পার্শ্ববর্তী রাজ্য ছত্তিশগড়ে মাওবাদী নিয়ন্ত্রণে বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ। বিজাপুর জঙ্গলে নিরাপত্তা বাহিনী সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ছয়েছে ৩ মাওবাদী। চলতি বছরে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে এই নিয়ে ১৩৮ জন মাওবাদী নিহত হল। শুধু বস্তার বিভাগের ৭ জেলায় মৃত্যু হয়েছে ১২২ জন মাওবাদীর। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যে মাওবিরোধী অভিযান জোরদার হয়েছে বিভিন্ন রাজ্যে।