৯ রাজ্যে শরিকদের সঙ্গে জোট চায় কংগ্রেস, ব্যাতিক্রম বাংলা

Written by SNS January 4, 2024 6:48 pm

চন্ডিগড়, ৪ জানুয়ারি– বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ তৈরি হওয়ার পর থেকেই কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে শরিকদের সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার অভিযোগ৷ এরই মাঝে কংগ্রেস নেতৃত্ব জানাল, পাঞ্জাবে আপ ও কেরলে বামেদের সঙ্গে কোনও আসন সমঝোতায় যাবে না কংগ্রেস৷ যদিও তামিলনাড়ু, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়, উত্তর প্রদেশ, বিহার, বা ঝাড়খন্ডের মতো রাজ্যে, ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিল কংগ্রেস৷

নতুন বছরের প্রথম মাসের মধ্যেই আসন সমঝোতা সম্পন্ন করে জোট নেতৃত্ব প্রার্থী তালিকার পাশাপাশি প্রচারের কৌশল ঠিক করতে খুব দ্রুতই ভার্চুয়ালি বৈঠক করবেন বলে জানা গিয়েছে৷

বৃহস্পতিবার, সব রাজ্যের প্রদেশ সভাপতি, পরিষদীয় দলনেতা ও বিরোধী দলনেতাদের সঙ্গে বৈঠক করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ সেখানে মূলত নির্বাচনী প্রস্তুতি ও ভারত ন্যায় যাত্রার পথ নিয়ে আলোচনা হয় বলে এআইসিসি সূত্রে খবর৷ সেখানে বাংলা নিয়ে ব্যাতিক্রম সিদ্ধান্ত৷ এখানের আসন সমঝোতার সিদ্ধান্ত প্রদেশ নেতৃত্বের উপর ছেডে় দিয়েছে কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি৷ ইন্ডিয়া জোটের শরিক দলের নেতৃত্বের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি গঠন করে কংগ্রেস৷ বিভিন্ন রাজ্যের প্রদেশ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর তাদের মতামতকে গুরুত্ব দিয়ে শীর্ষ নেতৃত্বের কাছে একটি রিপোর্ট পেশ করে এই কমিটি৷

সূত্রের খবর সেই কমিটির রিপোর্টে সমাজবাদী পার্টি, আরজেডি ডিএমকে বা বামেদের আমাদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে বলে রিপোর্টে উল্লেখ করে৷

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নয় থেকে দশটি রাজ্যে আসন সমঝোতার নিয়ে আলোচনা করার মত পরিস্থিতি রয়েছে৷ প্রদেশ নেতৃত্ব শরিক দলের নেতাদের সঙ্গে রাজ্যস্তরে আলোচনা শুরু করুক৷ আসন সমঝোতার ক্ষেত্রে কোনও জটিলতা তৈরি হলে তবেই শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ করার পরামর্শ দেওয়া হয়েছে৷