• facebook
  • twitter
Friday, 13 September, 2024

রাম মন্দির উদ্বোধনের দিন ছুটি ঘোষণা করল কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ

২১ জানুয়ারি – রাম মন্দির উদ্বোধনের দিন ছুটি ঘোষণা করল কংগ্রেসশাসিত হিমাচল প্রদেশ৷ এতদিন পর্যন্ত রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ছু্টি ঘোষণা করে এসেছে বিজেপিশাসিত রাজ্যগুলি৷ এবার হিমাচল প্রদেশও সেই পথ অনুসরণ করল৷ রবিবার হিমাচল প্রদেশের মুখ্যসচিবের তরফে এক বিবৃতি মারফত জানানো হয়, অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে হিমাচল প্রদেশ সরকার পূর্ণ দিবস ছুটি ঘোষণা ক‌েছে৷ আগামী সোমবার

২১ জানুয়ারি – রাম মন্দির উদ্বোধনের দিন ছুটি ঘোষণা করল কংগ্রেসশাসিত হিমাচল প্রদেশ৷ এতদিন পর্যন্ত রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ছু্টি ঘোষণা করে এসেছে বিজেপিশাসিত রাজ্যগুলি৷ এবার হিমাচল প্রদেশও সেই পথ অনুসরণ করল৷ রবিবার হিমাচল প্রদেশের মুখ্যসচিবের তরফে এক বিবৃতি মারফত জানানো হয়, অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে হিমাচল প্রদেশ সরকার পূর্ণ দিবস ছুটি ঘোষণা ক‌েছে৷ আগামী সোমবার হিমাচলের সমস্ত সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে৷ হিমাচলই প্রথম কংগ্রেসশাসিত রাজ্য যে ছুটি ঘোষণা করল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কারণে৷ অবিজেপি রাজ্যগুলির মধ্যে শুধুমাত্র ওড়িশা আগেই সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিল৷  অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল পরিচালিত প্রশাসন৷ দুপুর আড়াইটে পর্যন্ত সব দফতর, স্কুল, কলেজ বন্ধ থাকবে কেন্দ্রশাসিত ওই অঞ্চলে ৷

রামলালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার দিন কেন্দ্রীয় সরকার সারা দেশে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে৷ একই পথে হেঁটেছে বিজেপিশাসিত বেশ কয়েকটি রাজ্য৷ রাজস্থান, মহারাষ্ট্রে সে দিন সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে৷ দুপুর ২ টো পর্যন্ত সরকারি দফতরে কাজকর্ম বন্ধ থাকবে৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওইদিন রাজ্যের সমস্ত স্কুল , কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছেন৷ গোয়ায় সমস্ত স্কুল এবং সরকারি অফিস বন্ধ থাকবে৷ কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও ওই দিন ছুটি ঘোষণা করা হয়েছে৷ সেখানেও সব সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান সে দিন ছুটি থাকবে৷ সিকিমেও রাজ্য সরকারের অধীনস্থ দফতর, স্কুল , কলেজ বন্ধ থাকবে৷ সোমবার দিল্লি সরকারের অধীনস্থ সমস্ত দফতরও দুপুর আড়াইটে পর্যন্ত ছুটি থাকবে৷ দুপুর আড়াইটে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে ঝাড়খন্ড সরকারও৷ সেখানে রাজ্য সরকারের সব দফতর , সরকারি স্কুল গোটা দিন বন্ধ থাকবে৷