• facebook
  • twitter
Monday, 8 December, 2025

মণিবেন প্যাটেলের বইয়ের তথ্য উদ্ধৃত করে নেহরু সম্পর্কে রাজনাথের দাবি খণ্ডন কংগ্রেসের

রাজনাথ সিংকে সমগ্র জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি

বল্লভভাই প্যাটেলের ডায়েরি সম্বলিত একটি বইয়ের থেকে কিছু অংশ শেয়ার করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর বিরুদ্ধে মিথ্যে বলার অভিযোগ এনেছে কংগ্রেস। জওহরলাল নেহরু জনসাধারণের তহবিল ব্যবহার করে বাবরি মসজিদ নির্মাণ করতে চেয়েছিলেন- দেশের প্রথম প্রধানমন্ত্রী সম্পর্কে এই মিথ্যে প্রচারের জন্য রাজনাথ সিংকে সমগ্র জাতির কাছে ক্ষমা চাওয়ারও দাবি করেছে কংগ্রেস। 

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর এই মন্তব্য শিরোনামে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। তাঁর কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক উন্নত করার জন্যই মন্ত্রী নেহরু সম্পর্কে মিথ্যে কথা বলছেন।  সম্প্রতি নেহরুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘পণ্ডিত জওহরলাল নেহরু জনসাধারণের অর্থে বাবরি মসজিদ নির্মাণ করতে চেয়েছিলেন। তাঁর সেই প্রস্তাবের বিরোধীতায় সরব হন সর্দার বল্লভভাই প্যাটেল। সরকারি অর্থে তিনি বাবরি মসজিদ নির্মাণের অনুমতি দেননি।’

Advertisement

রাজনাথ সিং-এর এই মন্তব্যের পালটা সর্দার প্যাটেল মেমোরিয়াল সোসাইটি প্রকাশিত বল্লভভাই প্যাটেলের কন্যা মণিবেন প্যাটেলের একটি বই থেকে ডায়েরির কিছু অংশ সমাজ মাধ্যমে শেয়ার করেন জয়রাম রমেশ। তিনি বলেন, ‘মূল ডায়েরির লেখার সঙ্গে রাজনাথ সিংয়ের মন্তব্যের বিস্তর ফারাক রয়েছে। আসলে উনি নরেন্দ্র মোদীর গুড বুকে থাকার জন্য নেহরুকে নিয়ে মিথ্যে প্রচার করছেন। এই ধরনের মন্তব্যের জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত।’
 
গত মঙ্গলবার গুজরাতের ভদোদরা জেলার সাধলি গ্রামে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাজনাথ সিং আরও বলেন, ‘ প্যাটেলের মৃত্যুর পর সাধারণ মানুষ তাঁর স্মৃতিস্তম্ভ তৈরির জন্য অর্থ সংগ্রহ করেছিল। এই খবর জানার পর নেহরু বলেছিলেন, সর্দার প্যাটেল কৃষকদের নেতা ছিলেন, তাই এই অর্থ গ্রামে কূপ এবং রাস্তা তৈরিতে ব্যয় করা উচিত। রাজনাথ বলেন,  ‘ভেবে দেখুন কী রকম ভণ্ডামি! কূপ কিংবা রাস্তা তৈরি করা তো সরকারের দায়িত্ব। এর জন্য স্মারক তহবিল ব্যবহারের পরামর্শ সম্পূর্ণ অযৌক্তিক। এর থেকেই বোঝা যায়, তৎকালীন সরকার যে কোনও মূল্যে প্যাটেলের মহিমা আড়াল করতে চেয়েছিল।’ রাজনাথের সেই দাবিও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কংগ্রেস।

এদিকে সম্প্রতি দিল্লির জওহর ভবনে নেহরু সেন্টার ইন্ডিয়ার সূচনা অনুষ্ঠানে এই ইস্যুতে সরব হন সোনিয়া গান্ধী। তিনি বলেন, নেহরুর জীবন ও কাজ নিয়ে সমালোচনা হতে পারে কিন্তু এই ধরণের বিকৃতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাঁর কথায়, ‘ শাসক দলের মূল লক্ষ্য হল নেহরুকে অপমান করা। তাঁকে মুছে ফেলাই শুধু নয়, স্বাধীন ভারতের যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ভিত তিনি গড়েছিলেন তাও ধ্বংস করার লক্ষ্য নিয়ে এগোতে চাইছে ওরা। ‘ 

Advertisement

Advertisement