এসসি-এসটি, ওবিসি, সংখ্যালঘুদের পড়ুয়াদের বৃত্তি কেড়ে নিচ্ছে কেন্দ্র। মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। সোশাল মিডিয়ায় শেয়ার করা একটি পোস্টে তিনি লিখেছেন, কেন্দ্রীয় সরকার দলিত, উপজাতি, অনগ্রসর এবং সংখ্যালঘু শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি কেড়ে নিয়েছে। মোদী সরকারের অধীনে, বছরের পর বছর স্কলারশিপ প্রাপকদের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এই খাতে ব্যয়ও উল্লেখযোগ্য ভাবে কমেছে।
কংগ্রেস সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে লিখেছেন, ‘আপনার সরকার দেশের এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের বৃত্তি কেড়ে নিয়েছে।’ সরকারি তথ্য থেকে দেখা গিয়েছে, মোদী সরকার কেবল বৃত্তি প্রাপকদের সংখ্যা বিরাটভাবে ছাঁটাই করেনি, বরং বছরের পর বছর এই খাতে গড়ে ২৫ শতাংশ কম ব্যয় করেছে। খাড়গে লিখেছেন, ‘যতক্ষণ না দেশের দুর্বল শ্রেণির শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে, তাদের দক্ষতাকে উৎসাহিত না করা হচ্ছে, ততক্ষণ আমরা কীভাবে যুবকদের জন্য চাকরি বাড়াতে পারব? সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগান প্রতিদিন দুর্বল শ্রেণির মানুষের আকাঙ্ক্ষাকে উপহাস করে।’
এর আগে খাড়গে প্রধানমন্ত্রী মোদীর অসম সফর নিয়েও আক্রমণ করেছিলেন। তিনি লেখেন, ‘সম্প্রতি, অসমের কংগ্রেস নেতাদের ওপর শারীরিক এবং রাজনৈতিক উভয়ভাবেই আক্রমণ করা হয়েছে। জনসাধারণ এর উত্তর দেবে। বিজেপির ভূমি মাফিয়াদের দুর্নীতি এবং সামগ্রিক কুশাসনের ফল ভোগ করছে অসম। যুবকদের বেকারত্ব, চা বাগানের শ্রমিকদের অসহায়তা, অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে সুপ্রিম কোর্টের তিরস্কার এবং সর্বোপরি বিজেপির ভণ্ডামি সকলেরই জানা। উন্নয়নের প্রতিটি স্তরেই রাজ্য পিছিয়ে পড়েছে।’