বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আদবানিকে কেন্দ্র করে কংগ্রেস সাংসদ শশী থারুরের মন্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, থারুরের বক্তব্যের সঙ্গে দলের অবস্থানের কোনও মিল নেই। দলের এক শীর্ষ মুখপাত্র বলেন, ‘থারুর নিজের অবস্থান থেকে কথা বলেছেন, কংগ্রেসের নয়।’
ঘটনার সূত্রপাত তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুরের একটি মন্তব্যকে ঘিরে। তিনি আদবানিকে ‘রাষ্ট্রনীতির এক গুরুত্বপূর্ণ চরিত্র’ বলে উল্লেখ করেন। থারুরের এই বক্তব্য প্রকাশ্য আসতেই কংগ্রেসের একাংশের অস্বস্তি বাড়তে থাকে। কারণ, রামমন্দির আন্দোলন থেকে শুরু করে দেশের রাজনীতিতে মেরুকরণ, সব ক্ষেত্রেই আদবানির ভূমিকা নিয়ে কংগ্রেস বহুদিন ধরেই সমালোচনায় মুখর।
Advertisement
দলীয় সূত্রের দাবি, থারুরের মন্তব্যের ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, তাই দ্রুতই স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। দলের মুখপাত্র জানান, ‘শশী থারুর দলের নীতি বা সিদ্ধান্তকে প্রতিনিধিত্ব করছেন না। আদবানির বিষয়ে কংগ্রেসের অবস্থান পরিষ্কার। তাঁর রাজনৈতিক ভূমিকার সঙ্গে আমরা একমত নই।’
Advertisement
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, থারুরের এই ধরনের মন্তব্য নতুন নয়। অতীতেও তাঁকে কখনও কখনও দলের বিরুদ্ধে গিয়ে ভিন্ন মত প্রকাশ করতে দেখা গিয়েছে। তবে বর্তমান রাজনৈতিক আবহে তাঁর এই মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছে। বিশেষত, বিজেপি বিরোধী প্রচারে কংগ্রেস যখন তীব্র সুর চড়িয়েছে, তখন আদবানির প্রশংসাসূচক কোনও বাক্য দলীয় অবস্থানের সঙ্গে স্ববিরোধী বলেই মনে করছে কংগ্রেস নেতৃত্ব।
যদিও বিজেপির পক্ষ থেকে থারুরের বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে। বিজেপি শিবির বলছে, ‘সত্য কথা বললে তা দলীয় সীমারেখায় আটকে রাখা যায় না।’
তবে কংগ্রেসের ভেতরে এখনও প্রশ্ন উঠছে, ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা থাকলেও দলীয় অবস্থানের বিপরীতে গিয়ে মন্তব্য করলে তা কতটা গ্রহণযোগ্য। এই বিষয়ে দলের এক বর্ষীয়ান নেতা বলেন, ‘ব্যক্তিগত মত থাকতেই পারে, কিন্তু জনসমক্ষে দলের নীতিকে ছাপিয়ে গেলে সমস্যা তৈরি হয়।’
তবে থারুর এ সম্পর্কে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি। তাঁর ঘনিষ্ঠরা বলছেন, তিনি কোনও বিতর্ক সৃষ্টি করতে চাননি। বরং আদবানির রাজনৈতিক ভূমিকার একটি নির্দিষ্ট দিকের কথা বলেছেন।
এদিকে কংগ্রেস নেতৃত্ব চাইছে, বিতর্ক যাতে আর না বাড়ে। তাই এখন দলের বার্তা— ‘থারুরের বক্তব্য তাঁর নিজের, কংগ্রেসের নয়।’
Advertisement



