• facebook
  • twitter
Friday, 5 December, 2025

লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের 

দিল্লি, ৮ মার্চ – লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ৩৯ জন প্রার্থীর মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধি কেরলের ওয়েনাড় কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন।  ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এ বার লোকসভার ভোটে লড়তে চলেছেন। ভূপেশ প্রার্থী হচ্ছেন রাজনন্দগাঁও কেন্দ্রে। কেরলের তিরুঅনন্তপুরমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর এবারও ভোটে লড়বেন।  কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে

দিল্লি, ৮ মার্চ – লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ৩৯ জন প্রার্থীর মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধি কেরলের ওয়েনাড় কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন।  ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এ বার লোকসভার ভোটে লড়তে চলেছেন। ভূপেশ প্রার্থী হচ্ছেন রাজনন্দগাঁও কেন্দ্রে। কেরলের তিরুঅনন্তপুরমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর এবারও ভোটে লড়বেন। 

কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে বৃহস্পতিবার রাতে তৈরি হয়েছিল লোকসভা ভোটের প্রথম প্রার্থিতালিকা। এক সংবাদ সংস্থা  জানিয়েছিল, ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৬০টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছিল সেখানে। এর মধ্যে দিল্লি, কর্নাটক, কেরল, তেলে ঙ্গানা,ছত্তিশগড়, লাক্ষাদ্বীপ এবং সিকিম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরার মতো উত্তর-পূর্বের রাজ্যগুলি রয়েছে।

Advertisement

Advertisement