• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

কোভিডবিধি বাড়ল ওমিক্রন আতঙ্কে উদ্বিগ্ন নবান্ন

মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দুরত্ববিধি মানার ওপরেই কড়াকড়ি জারি থাকছে। তবে নতুন করে কোনও বিধি আরোপ করেনি রাজ্য সরকার।

(Photo: SNS)

কোভিডের দ্বিতীয় ঢেউ স্তিমিত হলেও নতুন করে চিন্তর কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। সেই কারণে রাজ্যে কোভিড সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ আরও পনেরো দিন বাড়িয়ে দিল নবান্ন।

মঙ্গলবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, করোনা ভাইরাসের নতুন ওমিক্রন প্রজাতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সেই কারণেই আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত কোভিডের সুরক্ষাবিধি বহাল রইল। সেই অনুযায়ী রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে।

Advertisement

কেবলমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে। এছাড়া মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দুরত্ববিধি মানার ওপরেই কড়াকড়ি জারি থাকছে। তবে নতুন করে কোনও বিধি আরোপ করেনি রাজ্য সরকার।

Advertisement

Advertisement