• facebook
  • twitter
Thursday, 13 February, 2025

শুক্রবারেই কেজরিওয়ালের কাছে তথ্যপ্রমাণ চাইল কমিশন, নইলে ব্যবস্থা

যমুনার জলে বিষক্রিয়া

ছবি: এ এন আই

যমুনা নদীতে বিষ প্রয়োগ নিয়ে আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের ব্যাখ্যা নস্যাৎ করে দিল নির্বাচন কমিশন। কমিশন বলেছে যে, তিনি তাঁর দাবির সমর্থনে কোনও তথ্যগত প্রমাণ দেননি। এ ব্যাপারে শুক্রবার সকাল ১১ টার মধ্যে সুনির্দিষ্ট এবং স্পষ্ট জবাব দাখিলের জন্য তাকে আরেকটি সুযোগ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন তার নোটিসে বলেছে যে, প্রাথমিকভাবে যমুনা নদীতে বিষক্রিয়া সম্পর্কে কেজরিওয়ালের অভিযোগকে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বৈষম্য ও শত্রুতা এবং সামগ্রিক জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা ও অস্থিরতাকে ইন্ধন দেওয়া হয়েছে। কমিশনের নোটিসে বলা হয়েছে, আপনার বক্তব্য, রাজ্য এবং জনগণের মধ্যে শান্তি ও সম্প্রীতিকে বিপন্ন করার গুরুতর ঝুঁকি তৈরি করেছে।

কমিশনের নোটিসে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘আপনাকে আবারও আপনার বক্তব্যের সুনির্দিষ্ট ও স্পষ্ট উত্তর দাখিল করার আরেকটি সুযোগ দেওয়া হয়েছে। আপনার উত্তর ৩১ জানুয়ারী (শুক্রবার) সকাল ১১ টার মধ্যে কমিশনে পৌঁছতে হবে। অন্যথায় কমিশন আপনাকে আর কোনও সুযোগ না দিয়েই যথাযথ পদক্ষেপ নেবে।’

উল্লেখ্য, বুধবার, বিজেপি এবং কংগ্রেসের অভিযোগের পরিপ্রেক্ষিতে যমুনার জলে “বিষ প্রয়োগ” করার বিষয়ে নির্বাচন কমিশনের নোটিশের জবাবে কেজরিওয়াল বলেন যে, তিনি কেবল জনস্বার্থে হরিয়ানা থেকে প্রাপ্ত বিষাক্ত নদীর জলের তীব্রতা তুলে ধরেছেন।

কিন্তু আপ-এর জাতীয় আহ্বায়ককে লেখা নতুন নোটিশে নির্বাচন কমিশন বলেছে যে, তাঁরা দাবি করেছেন, ‘দিল্লিতে গণহত্যা চালানোর উদ্দেশ্যে হরিয়ানা সরকার যমুনা নদীতে বিষ প্রয়োগ করেছে। এটিকে জাতির মধ্যে যুদ্ধের সঙ্গে তুলনা করা হয়েছে। দিল্লি জল বোর্ডের প্রকৌশলীরা কেবল সময়মতো তা সনাক্ত করেননি বরং দিল্লির সীমান্তে বিষাক্ত জল বন্ধও করেছেন।’ এই প্রকাশ্য এবং বহুল প্রচারিত বিবৃতিতে তার প্রতিক্রিয়া সম্পূর্ণ সর্বত্তাহীন।

কমিশন বলেছে যে, পর্যাপ্ত ও বিশুদ্ধ জলের প্রাপ্তি একটি প্রশাসনিক সমস্যা এবং সকল সংশ্লিষ্ট সরকারের সর্বদা সকল মানুষের জন্য এটি নিশ্চিত করার জন্য নিয়োজিত থাকা উচিত, এই যুক্তির সঙ্গে তাঁরা একমত।

এরপর কেজরিওয়ালের বক্তব্যের সমর্থনে কোনও তথ্যগত প্রমাণ সরবরাহ করা হয়নি উল্লেখ করে কমিশন বলেছে, ‘আপনার বক্তব্যের বাস্তবিক ও আইনি কাঠামো স্পষ্ট করার পরিবর্তে, আপনি দিল্লির যমুনা নদীতে উচ্চ অ্যামোনিয়ার পরিমাণ নিয়ে প্রশ্নবিদ্ধ করে আপনার বক্তব্যকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন।’

এদিকে আপ সুপ্রিমো কেজরিওয়াল নির্বাচন কমিশনের এই চূড়ান্ত সতর্ক বাণী সত্ত্বেও ফের অমিত শাহ ও রাহুল গান্ধীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘হয় রাহুল গান্ধী এবং অমিত শাহ জনসমক্ষে যমুনার জল পান করুন, নাহলে ক্ষমা চান।’