দু-দিনের ছুটিতে চলে আসুন কলকাতার কাছেই এই সমুদ্র সৈকতে।

কলকাতা:- দিঘা-মন্দারমনি-তাজপুর গিয়ে গিয়ে অনেকেই ক্লান্ত হয়ে গিয়েছেন। একেবারে নির্জন নিরিবিলিতে সপ্তাহান্তে ছুটি কাটানোর সেরা ঠিকানা বললে যা বোঝায় এই জায়গাটা সেরমই। কলকাতা থেকে একেবারেই কাছে। গরম একটু কমতেই দিঘা-মন্দারমনির হোটেল, গেস্ট হাউস সব ভর্তি থাকে। আর সপ্তাহান্তে তো একেবারেই বুকিং পাওয়া মুশকিল। সপ্তাহান্তে তো আর বেশি দূরে যাওয়া যায় না। অফিসও থাকে। দু-একদিনের জন্য যাঁরা নতুন ছুটি কাটানোর জায়গা খুঁজছেন তারা কলকাতার কাছাকাছি এই লালগঞ্জ সমুদ্র সৈকতে ঘুরে আসতে পারেন। কলকাতা থেকে গাড়িতে খুব বেশি হলে ৩ ঘণ্টা লাগে। কাকদ্বীপের কাছে নামখানার পথে পড়ে এই সমুদ্র সৈকত। হাতানিয়া-দোয়ানিয়া পেরিয়ে যেতে হয়। নামখানা টোটো করে যাওয়া যায় লালগঞ্জ এ। সমুদ্র সৈকতে টেন্টে কাটানোর এক নতুন অভিজ্ঞতা হবে। সমুদ্র সৈকতের কাছেই রয়েছে ম্যানগ্রোফ অরণ্যের জঙ্গল।এই সমুদ্র সৈকতে প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়।