কো-অপারেটিভ সোসাইটিগুলি তাদের নামে ‘ব্যাঙ্ক’ ব্যবহার করতে পারবে না, জানাল আরবিআই

তাদের নামের সঙ্গে ‘ব্যাঙ্ক’ শব্দ ব্যবহারের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) কয়েকটি কো-অপারেটিভ সোসাইটিকে সতর্ক করল।

Written by SNS Delhi | November 23, 2021 8:36 pm

আরবিআই (File Photo: AFP)

তাদের নামের সঙ্গে ‘ব্যাঙ্ক’ শব্দ ব্যবহারের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) কয়েকটি কো-অপারেটিভ সোসাইটিকে সতর্ক করল। সেইসঙ্গে অ-সদস্য, নমিনাল মেম্বার বা অ্যাসোসিয়েট সদস্যদের কাছ থেকে আমানত গ্রহণের ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

এভাবে আমানত গ্রহণ বিআর আইন, ব্যবহার করছে, যা ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯ (কো-অপারেটিভ সোসাইটিগুলির ক্ষেত্রে প্রযোজ্য) এর ধারা সাত লঙ্ঘনের সামিল। এছাড়াও দেখা গিয়েছে যে, কিছু কো-অপারেটিভ সোসাইটির অ-সদস্য, নমিনাল মেম্বার বা অ্যাসোসিয়েট সদস্যদের কাছ থেকে আমানত গ্রহণ করছে বিআর আইন, ১৯৪৯-এর ধারা লঙ্ঘন করে।

কেন্দ্রীয় বঙ্গে বিবৃতিতে আরও বলেছে, জনসাধারণকে জানানো হচ্ছে যে, এ ধরনের কো-অপারেটিভ সোসাইটিগুলিকে বিআর আইন, ১৯৪৯ এর আওতায় কোনও লাইসেন্স দেওয়া হয়নি বা আরবিআই তাদের ব্যাঙ্কিং ব্যবসা চালানোর কোনও অনুমোদনও দেয়নি।