• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাতিল হল রামলালার শহর পরিক্রমা

অযোধ্যা, ৯ জানুয়ারি : বাতিল হল রামলালার অযোধ্যা নগরী পরিক্রমা। আগামী ১৭ জানুয়ারি অযোধ্যা দর্শনের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধন। সেজন্য এক সপ্তাহ আগে থেকেই অযোধ্যায় ব্যাপক ভক্ত ও দর্শনার্থীদের সমাগম শুরু হবে। এমন মুহূর্তে রামলালার ভ্রমণে প্রচুর ভিড় হবে। অত্যধিক ভিড়ে বিশৃঙখলা সৃষ্টি হওয়ার আশঙ্কায় রামলালার শহর ভ্রমণ পরিকল্পনা বাতিল করা

অযোধ্যা, ৯ জানুয়ারি : বাতিল হল রামলালার অযোধ্যা নগরী পরিক্রমা। আগামী ১৭ জানুয়ারি অযোধ্যা দর্শনের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধন। সেজন্য এক সপ্তাহ আগে থেকেই অযোধ্যায় ব্যাপক ভক্ত ও দর্শনার্থীদের সমাগম শুরু হবে। এমন মুহূর্তে রামলালার ভ্রমণে প্রচুর ভিড় হবে। অত্যধিক ভিড়ে বিশৃঙখলা সৃষ্টি হওয়ার আশঙ্কায় রামলালার শহর ভ্রমণ পরিকল্পনা বাতিল করা হয়েছে। কারণ  রামলালার বিগ্রহ দর্শনের জন্য সারাদেশের মানুষ উৎসুক হয়ে আছে। ফলে বিশৃঙখলা সৃষ্টির ভয়ে কর্তৃপক্ষ কোনও ঝুঁকি নিতে রাজি নয়। ১৭ তারিখের সেই পরিকল্পনা বাতিল করে দিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এব্যাপারে পুলিশ আধিকারিক ও কাশীর আচার্যদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ। যদিও রামলালার এই শহর ভ্রমণ  কর্মসূচি আপাতত স্থগিত করা হলেও পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে না। ১৭ জানুয়ারি রামমন্দির চত্বরেই একটি প্রতীকী পরিক্রমা কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানেই প্রাথমিক ভ্রমণ সারবেন তিনি।

Advertisement

Advertisement