লাদাখ নিয়ে মন্তব্যের অধিকার নেই চিনের: ভারত

বেজিংয়ের অভিযােগের জবাব কড়া ভাষায় দিল নয়া দিল্লি। লাদাখ নিয়ে চিনের মন্তব্যের জবাব দিতে গিয়ে বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব একথা বলেন।

Written by SNS New Delhi | October 16, 2020 12:55 pm

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। (Photo:twitter@MEAIndia)

বেজিংয়ের অভিযােগের জবাব কড়া ভাষায় দিল নয়া দিল্লি। লাদাখ নিয়ে চিনের মন্তব্যের জবাব দিতে গিয়ে বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব একথা বলেন। 

তিনি জানান, ‘লাদাখ প্রসঙ্গে চিনের কিছু বলার অধিকার নেই। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।’

বিতর্কে সূত্রপাত হয়েছিল মঙ্গলবার। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যে টানাপােড়েন শুরু হয়েছে সে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান বলেছিলেন, ‘বেআইনিভাবে কেন্দ্রশাসিত অঞ্চল ঘােষণা করা লাদাখকে ভারতের অঞ্চল বলে স্বীকৃতি দেয় না চিন। অরুণাচল প্রদেশকেও না। এটা আমি স্পষ্ট করে বলছি।’

এরই পরিপ্রেক্ষিতে এদিন বিদেশ মন্ত্রকের তরফে কড়া প্রতিক্রিয়ায় বলা হয়, লাদাখ নিয়ে মন্তব্যের অধিকার নেই চিনের। সেই সঙ্গে সীমান্ত এলাকায় সামরিক বাহিনী প্রয়ােজনে যে নির্মাণকাজ করছে ভারত তার বিরুদ্ধেও প্রতিক্রিয়া দেয় চিন। 

এদিন চিনের সেই অভিযােগ খারিজ করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মানােন্নয়নের লক্ষ্যেই পরিকাঠামাে উন্নয়নের কাজ শুরু হয়েছে। কোনও অবস্থাতেই তা থামবে না।’