বালাকোটে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানাে সহ পাকিস্তানের ওপর কিভাবে চাপ সৃষ্টি করে ভারতীয় বায়ুসেনা অফিসারকে ভারতে ফেরত নিয়ে এসেছেন তা নিয়ে খােদ প্রধানমন্ত্রী নিজের ঢাক যেভাবে নিজে পেটাচ্ছেন তা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করে পি চিদম্বরম বলেন,দেশের লােকজন তাে নােট বাতিল নিয়েও প্রধানমন্ত্রীর কথা শুনতে চান,কিন্তু প্রধানমন্ত্রী তাে পাকিস্তানকে কিভাবে চাপে রেখেছেন তা নিয়ে ঢাক পেটাতে ব্যস্ত।
দেশে নির্বাচনী প্রচার শেষ হওয়ার মুখে,তাহলে প্রধানমন্ত্রী কবে গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে কথা বলবেন?খােদ প্রধানমন্ত্রীর দলের নেতা,মন্ত্রীরা যেভাবে বক্তব্য দেওয়ার সময়ে ঘৃণা ছড়াচ্ছেন তা নিয়ে দেশের প্রধানমন্ত্রীর কি মত দেশের মানুষজন তা শুনতে চান।নােট-বন্দি,জিএসটি নিয়েও প্রধানমন্ত্রী কথা বলুন।