• facebook
  • twitter
Friday, 13 September, 2024

স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে কমিশন:চিদম্বরম

দেশের নির্বাচন কমিশন ‘নীরব দর্শকের' ভূমিকা পালন করছে বললেন চিদম্বরম

পি চিদম্বরম (ছবি-ট্যুইটার)

ভারতীয় জনতা পার্টির আতিশয্য ও প্রধানমন্ত্রী মােদির বাচনভঙ্গির সামনে দেশের নির্বাচন কমিশন নীরব দর্শকের মতাে পরিস্থিতির শিকার বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা চিদম্বরম।তিনি বলেন,দেশের মানুষের সামনে স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে কমিশন।ভারতীয় জনতা পার্টি ভােটের মরশুমে জাতীয়তাবাদ নিয়ে যেভাবে প্রচার চালাচ্ছে,তা থেকে এনডিএ জোটের প্রশাসনিক ব্যর্থতা প্রকাশ পাচ্ছে।তিনি বলেন,’আমার মতে, নির্বাচন কমিশন দেশের মানুষের সামনে স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।বিজেপির আতিশয্য ও প্রধানমন্ত্রী মােদির বাচনভঙ্গির সামনে দেশের নির্বাচন কমিশন ‘নীরব দর্শকের’ ভূমিকা পালন করছে।সশস্ত্র বাহিনীর সাফল্যকে ইস্যু করে প্রধানমন্ত্রী মােদি জনসভাগুলােতে প্রচার চালাচ্ছেন বলে দেশের বিরােধী দলগুলি অভিযােগ করে বলেছে,খােদ দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।তাঁরা দাবি করেন, প্রধানমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করা হােক, কিছুদিন যাতে উনি নির্বাচনী জনসভা করতে না পারেন।