শুরু হতেই স্থগিত আইএসসির কেমিস্ট্রি পরীক্ষা

Written by SNS February 26, 2024 6:57 pm

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি– সোমবার ছিল আইএসসির কেমিস্ট্রি বিষয়ের পরীক্ষা৷ এদিন দুপুর ২টো থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে শুরুর দুঘণ্টার মধ্যেই স্থগিত হয়ে গেল আইএসসির কেমিস্ট্রি পরীক্ষা৷ সঙ্গে সঙ্গে পরীক্ষার পরবর্তী দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে৷ স্বাভাবিকভাবেই পরীক্ষার কয়েক ঘণ্টা আগে আচমকা পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় বিপাকে কয়েক হাজার পরীক্ষার্থী৷

বোর্ডের তরফে জানানো হয়েছে, আইএসসি বা দ্বাদশ শ্রেণির রসায়ন বা কেমিস্ট্রির প্রথম পেপার পরীক্ষা হবে ২১ মার্চ৷ পরীক্ষা স্থগিতের কারণ জানা না গেলেও ও তাদের অভিভাবকদের একাংশের মত, শেষ মুহূর্তে পরীক্ষার প্রশ্নপত্র হয়তো ফাঁস হয়ে যাওয়ায় তডি়ঘডি় পরীক্ষা বাতিল করা হল৷

আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয় ১২ ফেব্রুয়ারি৷ শেষ হওয়ার কথা ১৮ মার্চ৷ কিন্ত্ত পরীক্ষা পিছিয়ে যাওয়ার ফলে তা শেষ হবে ২১ মার্চ৷ এদিন অধিকাংশ পরীক্ষার্থী স্কুলে স্কুলে পৌঁছে গিয়েছিল৷ সেখানে গিয়ে পরীক্ষা স্থগিত রাখার নোটিস দেখতে পান৷ ফলে বিপাকে পডে় তারা৷